জলপাইগুড়ি: ব্রিজ থেকে নিচে পড়ে গেল পিক আপ ভ্যান। এই ঘটনায় গুরুতর আহত দুই। রবিবার রাত্রি সাড়ে ন’টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি-ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়কের ঝুমুর সংলগ্ন এলাকায়
আহত দুই যাত্রীর নাম বৈদ্য বর্মণ ও উদয় দত্ত। তাঁরা দু’জনই জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ডালখোলা থেকে লঙ্কা বোঝাই পিকআপ ভ্যানটি সামের দিকে যাচ্ছিল। কিন্তু জলঢাকা পার হওয়ার পর ঝুমুর সংলগ্ন এলাকায় আসতেই গাড়িটির সামনে আচমকা একটি মটর বাইক চলে আসে। সেই মটোর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমুর ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে ছুটে যান ঘটনাস্থলে।গাড়ি থেকে দু’জনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
একদিকে ঝিরিঝিরি বৃষ্টি এবং হাওয়া চলছিল অন্যদিকে ঝুমুর ব্রিজের মাঝে তৈরি হয়েছে গর্ত। আর সেই কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। এ দিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যান ধূপগুড়ি ট্রাফিক ওসি সুবির সাহা সহ পুলিশকর্মীরা ও ধূপগুড়ি দমকল কর্মীরা। এই ঝুমুর ব্রিজে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছিল। এমনকী এর আগেও একটি ট্রাক ঝুমুর ব্রিজ থেকে নিচে পড়ে গিয়েছিল।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘একে বৃষ্টি পড়ছিল। তারপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তখনই উল্টে যায়। আমরা আওয়াজ পেয়ে ছুটে আসি। দেখি গাড়ি উল্টে পড়ে রয়েছে।’