Udayan Guha: ফর্ম জমার আগে কীভাবে কমিশন জানল মৃত ভোটারের নাম তোলার চেষ্টা হচ্ছে? প্রশ্ন উদয়নের

Udayan Guha: কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর প্রশ্ন, এখনও মাত্র কেবল ফর্ম বিলি করা হচ্ছে, ফর্ম জমা নেওয়া হয়নি। সেক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যরা কীভাবে জানলেন, BLA মৃত ভোটারের নাম তোলার চেষ্টা করছেন?

Udayan Guha: ফর্ম জমার আগে কীভাবে কমিশন জানল মৃত ভোটারের নাম তোলার চেষ্টা হচ্ছে? প্রশ্ন উদয়নের
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 09, 2025 | 4:56 PM

জলপাইগুড়ি: জোর করে মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম দেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই ৮ বিএলওকে শোকজ করা হয়েছে। আর ৮ বিএলএ-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর প্রশ্ন, এখনও মাত্র কেবল ফর্ম বিলি করা হচ্ছে, ফর্ম জমা নেওয়া হয়নি। সেক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যরা কীভাবে জানলেন, BLA মৃত ভোটারের নাম তোলার চেষ্টা করছেন?

উদয়ন গুহ বলেন, “জানি না নির্বাচন কমিশন কোথা থেকে খবর সংগ্রহ করেছে, কার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, সেটা আমার জানা নেই। শুনেছি দিনহাটাতেও কয়েক জন বিএলএ ২ বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত যত খবর পেয়েছি, তাতে শুনেছি, ফর্ম বিলি হচ্ছে, জমা দেওয়ার কাজ শুরু হয়নি। তাহলে জমা দেওয়ার কাজই যখন শুরু হয়নি, তাহলে নির্বাচন কমিশন কোথা থেকে জানতে পারল, মৃত ব্যক্তির নাম জোর করে তোলার চেষ্টা হচ্ছে?”

বিএলও-দের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। কেউ চাঁটাই বিছিয়ে, কেউ বা চায়ের দোকানে, কিংবা কেউ তৃণমূল নেতার বাড়িতে বসেই নাকি এনুমারেশন ফর্ম বিলি করছেন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে এই বিষয়টি এসেছে। কিন্তু এবার বিএলএ-বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ। বিএলএ, মানে যাঁরা রাজনৈতিক দলের প্রতিনিধি, যাঁরা বিএলও-দের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে,তাঁরা নাকি মৃত ভোটারদের নামেও এনুমারেশন ফর্ম দিতে বাধ্য করেছেন। এরকম ৮ জনের নাম উঠে এসেছে। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে অধিকাংশই শাসকদলের বিএলএ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।