‘একজনের বয়স ৬৫, সে কী করে মেয়ে হয়’, মমতাকে বিঁধতে নেমেই পুরনো ফর্মে ‘বুড়ো’ বিমান
'খেলা হবে' নিয়ে আবার মমতা-মোদীর বিরুদ্ধে একইসঙ্গে কটাক্ষ শানালেন বিমান বসু (Biman Bose)।
কন্ঠের স্বর খেলিয়ে এদিন বিমান বসু বলেন, “যখন একটা বাচ্চা ছোট থাকে তাকে আমরা শিশু বলি। একটু বড় হলে বালক-বালিকা। আরেকটু বড় হলে ছেলে-মেয়ে। আর তারপর বড় হওয়ার পর বাবা, মা, কাকা, মাসি, পিসি, জ্যেঠি। তা হলে একজনের বয়স ৬৫ বছর হলে তিনি কি মেয়ে থাকেন? আমার বয়স ৮১। আমি কি ছেলে? আমি তো বুড়ো। নন্দীগ্রামে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন তা নয়, আরেকজনও দাঁড়িয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী। তিনি হচ্ছেন মীনাক্ষী মুখার্জী। সে হচ্ছে বাংলার মেয়ে।”
আরও পড়ুন: বিজেপি প্রার্থীর প্রচারে ‘ঢিল’, উত্তেজনা আসানসোলে
শুধু মমতার বয়সেই এদিন নিজেকে আটকে রাখতে পারেননি বিমান বসু। মমতার ভাঙা পা, হুইল চেয়ারে জেলা সফর—প্রতিটা বিষয়কে চরম ব্যঙ্গের কষাঘাতে জর্জরিত করেছেন বর্ষীয়াণ এই বামনেতা। স্বরের ওঠানামা, স্থানীয় কথ্য ভাষার ব্যবহারে একের পর এক মমতাকে কটাক্ষ করে গিয়েছেন তিনি। ‘একজন হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছেন, তাঁকে চারজন মিলে ঠেলে ঠেলে গাড়িতে, মঞ্চে তুলছেন, এক পা ভাঙা, অথচ এখনও বলছেন এমন বল মারবেন গোল পোস্ট থেকে বেরিয়ে চলে যাবে’, কী করে এগুলো কেউ বলতে পারেন, প্রশ্ন বিমান বসুর।
ভোট বাজারের ট্রেন্ডিং শব্দ ‘খেলা হবে’ নিয়েও মমতাকেই কাঠগড়ায় তোলেন বিমান। বলেন, “নির্বাচন যে রাজনীতির সংগ্রাম, তাকে খেলো করে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে নাকি? কেন কইছে? এই কথা কয় কেন? রাজনীতির কথা বলার ক্ষমতা না থাকলে আলতু ফালতু কথা কইতে হয়। তাই কইতাছে। এটা বুঝে নিতে হবে।” এই ‘খেলা হবে’ নিয়ে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরও বেশ রাগ বিমান বসুর। এদিন ভোটপ্রচারে গিয়ে সে রাগ খানিক উগরে তাই তাঁকে বলতে শোনা গেল, “অদ্ভূতভাবে লক্ষ্য করলাম, প্রধানমন্ত্রী বলছেন মমতাজী খেলা হবে। এটা বুঝে নিন। মানুষের জীবন যন্ত্রণা থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরানোর জন্য বিজেপি-তৃণমূলের এক কৌশল।”