Student Death: এক হাত মুঠো করা, অন্য হাতে তখনও ধরা লাল ছাতা; চা বাগানের ছোট্ট মেয়েটার গায়ে লেপটে বিদ্যুতের তার…
Student Death: প্রিয়া টোপ্পো তৃতীয় শ্রেণির ছাত্রী। মাল ব্লকের সাইলি চা বাগানের কাছেই থাকে সে।
জলপাইগুড়ি: ছোট্ট মেয়েটা পড়ে রয়েছে রাস্তার জমা জলে। এক হাত মুঠো করা, অন্য হাতে লাল চেক ছাতাটা ধরে রেখেছে বছর দশের প্রিয়া টোপ্পো। দু’ পায়ে হাওয়াই চটি, ডান পায়ে নূপুর। বড় হৃদয়বিদারক সে দৃশ্য। যারা দেখতে ভিড় জমিয়েছেন, তাঁদেরও চোখ ঝাঁপসা। স্কুলে যাওয়ার পথে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ গেল সাইলি চা বাগানের প্রিয়ার। প্রিয়া টোপ্পো শনিবার সকালে স্কুলে যাচ্ছিল ফ্যাক্টরি লাইন ধরে। স্থানীয় সূত্রে খবর, ভাঙা রাস্তায় জমা জলে পা রাখতেই তড়িদাহত হয় সে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে মাটিতে। হইহই শুরু হয়ে যায়। সে সময় চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা। ছুটে যান তাঁরা। যদিও ততক্ষণে সব শেষ। স্থানীয়দের অভিযোগ, এরপর বিদ্যুৎ দফতরে খবর দেওয়া হলেও বহু পরে আসেন কর্মীরা। যার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
প্রিয়া টোপ্পো তৃতীয় শ্রেণির ছাত্রী। মাল ব্লকের সাইলি চা বাগানের কাছেই থাকে সে। প্রতিদিনের মতো এদিনও পিঠে ব্যাগ নিয়ে চা বাগানের রাস্তা ধরে স্কুলের পথে যাচ্ছিল সে। হঠাৎই জমা জলে পড়ে থাকা তারে পা লেগে বিপত্তি ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ একটা চিৎকার শোনা যায়। তারপর সব চুপচাপ।
পুলিস জানিয়েছে, প্রিয়া টোপ্পো চা বাগানের সাইলি চেল লাইনে থাকত। সাইলি হাটে মানসা হিন্দি জুনিয়র হাইস্কুলে পড়াশোনা করত সে। স্কুলে যাওয়ার পথে বেহাল রাস্তার জমা জলে ছেঁড়া বিদ্যুতের তারে পা দিতেই এই ঘটনা ঘটে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান।
পরে মাল মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ এবং বিদ্যুৎ দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিদ্যুৎ দফতরের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: TMC Party Office: তৃণমূলের পার্টি অফিসে ‘মেয়ে নিয়ে আড্ডা, মদ-জুয়ার আসর’, বিস্ফোরক দলেরই কাউন্সিলর
আরও পড়ুন: Duare Ration: কোনওভাবেই সম্ভব নয়, ‘দুয়ারে রেশন’ নিয়ে এবার দিল্লিতে ডিলাররা