BJP: গভীর রাতে মাঝ রাস্তায় এ কী করছে পুলিশ! ভিডিয়ো সামনে এনে ফুঁসছে বিজেপি

Rony Chowdhury | Edited By: জয়দীপ দাস

Jan 21, 2024 | 9:40 AM

BJP: ভিডিয়ো সামনে আসতেই সুর চড়িয়েছেন বিজেপির সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, এদের দিয়েই তো চলছে। এদের দিয়েই তো ভোট লুঠ হয়েছে। পুলিশের যদি লজ্জা থাকে তাহলে এই কাজ ভবিষ্যতে করবে না।

BJP: গভীর রাতে মাঝ রাস্তায় এ কী করছে পুলিশ! ভিডিয়ো সামনে এনে ফুঁসছে বিজেপি
ভিডিয়ো সামনে এনে তীব্র প্রতিবাদ বিজেপির
Image Credit source: Facebook

Follow Us

বানারহাট: রাত তখন বেশ গভীর। রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি। কমবেশি সব গাড়ির দিকেই হাত বাড়িয়ে আছেন পুলিশ কর্মীরা। তোলা হচ্ছে ‘তোলা’। টাকা দিলেই ছেড়ে দেওয়া হচ্ছে গাড়ি। হাইওয়ে হোক বা সাধারণ রাস্তা, রাতের বাংলায় এ ছবি অনেকেরই চেনা। এবার এমনই এক ভিডিয়ো সামনে এল বানারহাটে। বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করে বানাহারহাট থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হল। পুলিশের টাকা নেওয়ার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি-৯ বাংলা। 

বিজেপির সাংবাদিক সম্মেলনেও সেই ভিডিয়ো সামনে আনা হয়েছে। তা নিয়ে চলছে চাপানউতর। ভিডিয়োতে দেখা যাচ্ছে বানারহাট থানার অন্তর্গত তেলেপাড়া চৌপতি এলাকায় গভীর রাতে বিভিন্ন গাড়ি, লরি থেকে হাত বাড়িয়ে টাকা তুলছেন পুলিশ কর্মীরা। যা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

ভিডিয়ো সামনে আসতেই সুর চড়িয়েছেন বিজেপির সাংসদ জয়ন্ত রায়। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, এদের দিয়েই তো চলছে। এদের দিয়েই তো ভোট লুঠ হয়েছে। পুলিশের যদি লজ্জা থাকে তাহলে এই কাজ ভবিষ্যতে করবে না। যদিও এই বিষয় নিয়ে কোন প্রতিক্রিয়া দিতে চান নি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। শুধু বলেন, পুলিশ বলতে পারবে ওরা কী করেছে। আমি বলতে পারব না। 

Next Article