
মালবাজার: কাকা শ্বশুরকে খুনের অভিযোগ বৌমার বিরুদ্ধে। ইতিমধ্য়েই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায়। মৃত্যু হয়েছে বিশ্বনাথ ওরাও নামে ৭২ বছরের এক যুবকের। তাঁরই ভাইপোর স্ত্রী চিন্তামনি ওঁরাও। তাঁর বিরুদ্ধেই উঠেছে এই গুরুতর অভিযোগ। ইতিমধ্যেই বিশ্বনাথের দেহ উদ্ধারের জন্য ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মাল থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিন্তামণিকে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পুরোটাই পারিবারিক ঝামেলা। বুধবার রাতেও বাড়িতে অশান্তি চরমে ওঠে। যা নিয়ে এলাকাতেও রীতিমতো চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল। কিন্তু, ঝামেলার মধ্যেই যে এত বড় ঘটনা ঘটে যাবে তা ভাববতে পারেননি কেউই। সকালে খবরটা জানাজানি হতেই ব্য়াপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন মৃতের মুখে ও শরীরে রক্তের দাগ ছিল।
বিশ্বনাথের ছেলে বলছেন, “আমরা তো সবাই একসঙ্গেই থাকতাম। আচমকা বৌদির সঙ্গে ঝামেলা শুরু হয়। মারামারি হয়। তারমধ্যেই এ ঘটনা।” আগে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি করছেন তিনি। অন্যদিকে এলাকা সূত্রে খবর, প্রায় মদ খেতেন বিশ্বনাথ। মদ খেয়ে এসে গালাগালিও দিতেন। তা নিয়েও বাড়িতে অশান্তি হতো।