Jalpaiguri: হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ব্যক্তি, কয়েকঘণ্টা পরই সামনে এল হাড়হিম ঘটনা

Woman murdered in Jalpaiguri: দুই মেয়ের বিয়ে দেওয়ার পর একমাত্র ছেলেকেও ভিনরাজ্যে কাজের জন্য পাঠিয়ে দেন রামপ্রসাদ ও বিমলা। বাড়িতে তাঁরা দু'জনেই থাকতেন। রামপ্রসাদ পেশায় টোটো চালক। স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রতি কোনও মনোমালিন্য হয়েছিল কি না, তা এখনও জানা যায়নি।

Jalpaiguri: হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ব্যক্তি, কয়েকঘণ্টা পরই সামনে এল হাড়হিম ঘটনা
বাড়ি থেকে উদ্ধার হয়েছে মহিলার রক্তাক্ত দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 03, 2025 | 7:42 AM

মালবাজার: দুপুরে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এক ব্য়ক্তি। বিষয়টিকে তখন তেমন আমল দেননি কেউ। আর সন্ধে ঘনাতেই ওই ব্যক্তির স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার হল বাড়ি থেকে। ঘটনাটি জলপাইগুড়ির মালবাজারের শিশাবাগান এলাকার। স্ত্রীকে খুন করে পালানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে মালবাজার থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম বিমলা বাউলি(৪৫)। মালবাজার মহকুমার চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের আপালচাঁদ শিশাবাগান এলাকায় তাঁর বাড়ি। বিমলাকে খুনের অভিযোগ উঠেছে স্বামী রামপ্রসাদ বাউলির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই মেয়ের বিয়ে দেওয়ার পর একমাত্র ছেলেকেও ভিনরাজ্যে কাজের জন্য পাঠিয়ে দেন রামপ্রসাদ ও বিমলা। বাড়িতে তাঁরা দু’জনেই থাকতেন। রামপ্রসাদ পেশায় টোটো চালক। স্বামী-স্ত্রীর মধ্যে সম্প্রতি কোনও মনোমালিন্য হয়েছিল কি না, তা এখনও জানা যায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, দিনের বেলাতেই খুন করা হয়েছে বিমলাকে। কারণ, দুপুর নাগাদ স্থানীয় বাসিন্দারা রামপ্রসাদকে হন্তদন্ত অবস্থায় বাড়ি থেকে বেরোতে দেখেছেন। সন্ধে নামার পরও রামপ্রসাদের বাড়িতে আলো জ্বলছে না দেখে সন্দেহ হয় তাঁর বাবা মুকুল বাউলির। তিনি ঘরের ভেতরে আলো জ্বালাতে গিয়ে বউমা বিমলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়েই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বিমলাকে। অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।