Road Accident: নেমতন্ন রক্ষা করে বাড়ি ফেরার পথে বাইকে ডাম্পারের ধাক্কা, পথে শেষ তরতাজা প্রাণ
Road Accident: পরিবার সূত্রে খবর, রাত ন'টা নাগাদ প্রথমে তিনি তাঁর স্ত্রীকে অনুষ্ঠান বাড়ি থেকে বাইকে চাপিয়ে বাড়িতে রেখে যান।
জলপাইগুড়ি: অনুষ্ঠান বাড়ি থেকে স্ত্রীকে ফেরত দিয়ে ফের বাইকে চড়ে যাচ্ছিলেন যুবক। পথেই মর্মান্তিক পরিণতি। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল তাঁর। নিমন্ত্রণ রক্ষা করে ফিরতে পারলেন না বাড়িতে। রাজগঞ্জের কুন্দর দিঘি এলাকার বাসিন্দা বছর ৩১ এর সঞ্জয় রায়। পেশায় তিনি রাজমিস্ত্রী। বর্তমানে পাশের গ্রামে থাকা এক ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন। রবিবার রাতে ওই ঠিকাদারের সন্তানের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। তাতে স্ব-পরিবারে অংশগ্রহণ করেছিলেন সঞ্জয়।
পরিবার সূত্রে খবর, রাত ন’টা নাগাদ প্রথমে তিনি তাঁর স্ত্রীকে অনুষ্ঠান বাড়ি থেকে বাইকে চাপিয়ে বাড়িতে রেখে যান। এরপর ফের অনুষ্ঠান বাড়িতে যান। এরপর গভীর রাতে একা বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাজগঞ্জের চেউলি বাড়ি এলাকায় একটি দ্রুত গতিতে আসা ডাম্পারের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়। সেখানে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। এরপর দেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।