Lottery: ‘নুন আনতে পান্তা ফুরানো’ পরিবার রাতারাতি কোটিপতি

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Nov 24, 2022 | 12:12 AM

Lottery: বছর একুশের প্রীতম জানান, ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন। পরে নম্বর মেলাতে গিয়ে দেখেন, প্রথম পুরস্কার পেয়েছেন তিনি।

Lottery: নুন আনতে পান্তা ফুরানো পরিবার রাতারাতি কোটিপতি
লটারিতে কোটিপতি জলপাইগুড়ির যুবক প্রীতম সাহা

Follow Us

ধূপগুড়ি: টিনের চাল। কোনওরকমে দিন গুজরান। সেই পরিবারের ভাগ্যের চাকা রাতারাতি ঘুরে গেল। ৩০ টাকার লটারির (Lottery) টিকিট কেটে কোটিপতি হলেন জলপাইগুড়ির ধূপগুড়ির যুবক প্রীতম সাহা। লটারিতে কোটি টাকা জিতে কার্যত বাকরুদ্ধ তিনি। এই টাকায় কী করবেন, কিছুই বুঝতে পারছেন না। এদিকে, নিরাপত্তার স্বার্থে বুধবার সকালে প্রীতম টিকিটটি থানায় জমা করেন।

ধূপগুড়ি পৌরসভার ১১ নং ওয়ার্ডের সুকান্তপল্লির বাসিন্দা প্রীতম। তাঁরা তিন ভাইবোন। তাঁর দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে তাঁর বাবা, মা ও ঠাকুরদা রয়েছেন। বাবা রাস্তায় পান বিক্রি করেন। বছর একুশের প্রীতম জানান, তিনি একটি সংস্থায় কাজ করেন। গতকাল ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন। পরে নম্বর মেলাতে গিয়ে দেখেন, প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। নিজেরই অবিশ্বাস লাগছিল। বারবার টিকিট মিলিয়ে দেখার পর আশ্বস্ত হন।

লটারিতে ছেলে কোটি টাকা জেতায় খুশি প্রীতমের পরিবার। তাঁরা বলছেন, এবার সংসারের হাল ফিরবে। তবে এক কোটি টাকা দিয়ে কী করবেন, তা এখনও ভাবেননি প্রীতম। এদিকে, তাঁর পুরস্কার জেতার খবরে পড়শিরা বাড়িতে ভিড় করছেন। কেউ কেউ নানা আবদার করছেন। এরই মাঝে টিকিট নিয়ে ভয়ও পাচ্ছিলেন প্রীতম। তাই বুধবার সকালে থানায় পৌঁছে যান তিনি। টিকিটটি থানায় জমা করেন।

লটারিতে পুরস্কার জেতা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। শাসকদলের একাধিক নেতার পুরস্কার জেতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। তার জবাবও দিয়েছে শাসকদল।  তবে প্রীতমের কোটি টাকা জয় নিয়ে কোনও চাপানউতর তৈরি হয়নি।

Next Article