
ঝাড়গ্রাম ও মালদহ: ঝাড়গ্রাম-মালদহ, একই দিনে দুই পৃথক জায়গায় দুটি পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল চারজনের। হাসপাতালে ভর্তি আরও এক। এদিন মালদহের মানিকচকের বাঁকিপুরে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। সূত্রের খবর, এদিন মানিকচকের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল একটি বাইক। সেই সময় মানিকচক থেকে মোহনার দিকে ফাগু মণ্ডল নামে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিল। হঠাৎ বাইকটি এসে তাঁকে সজোরে ধাক্কা মারে। তিনি গুরুতরভাবে আহত হন। বাইকে থাকা আরোহী জাভেদ আকতারও গুরুতরভাবে আহত হন। দু’জনকেই হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। অন্যদিকে বাইকে থাকা আর এক যুবক জাভেদ আকতারও গুরুতরভাবে আহত হন। তাঁকে পাঠানো হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
অন্যদিকে এদিনই আবার ঝাড়গ্রামের গাডরোর কাছে একটি বাইকের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্য়ু হয় দুই যুবকের। সূত্রের খবর, ঘটনার সময় প্রচণ্ড দ্রুতগতিতে আসছিল লরিটি। তখনই আচমকা বাইকের পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই সেটি উল্টে যায়। বাইকে থাকা হিমাংশু মাহাতো ও শ্যামাপদ মাহাতো নামে দুই যুবক গুরুতরভাবে জখম হন।
আশঙ্কজনক অবস্থায় দু’জনকেই উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এরমধ্যে হিমাংশু মাহাতোর বাড়ি মহমনপুরে। শ্যামাপদ মাহাতোর বাড়ি লোহামেলিয়ায়। এদিকে ঘটনায় এলাকার বাসিন্দারা বিক্ষোভও দেখান। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।