Jhargram News: পদত্যাগ করলেন ৯০০ জন তৃণমূল নেতা-কর্মী, এরপর তাঁরা কী করবেন জানেন?
বেলপাহাড়ি ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতো। সদ্য তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরানো হয়েছে তাঁরে। তবে বিষয়টা মেনে নিতে পারেনি নিচু তলার কর্মীরা। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভের সঞ্চার হয় বেলপাহাড়ি ব্লক জুড়ে। তৃণমূল নেতা-কর্মীদের দাবি, এই রাজীব মাহাতো বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, সন্দাপাড়া, শিলদা, ভেলাইডিয়া ও হাড়দা অঞ্চলের যুব সভাপতিরা এদিন তাদের পদ থেকে পদত্যাগ করলেন।

বেলপাহাড়ি: আগামী বছর বিধানসভা ভোট। তার আগে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তৃণমূলের একাধিক পদ থেকে পদত্যাগ করলেন ৯০০ জন নেতা-কর্মী। দলের উপর একপ্রকার ক্ষোভ থেকেই পদত্যাগ করেছেন তাঁরা। আপাতত, অন্য কোনও দলে এই সকল কর্মী-সমর্থকরা যাচ্ছেন না। তাঁরা তৃণমূলেই থাকবেন। আর দলে থেকে সাধারণ কর্মী হিসাবে কাজ করবেন।
কেন অভিমান?
বেলপাহাড়ি ব্লকের যুব সভাপতি রাজীব মাহাতো। সদ্য তৃণমূল কংগ্রেসের পদ থেকে সরানো হয়েছে তাঁকে। তবে বিষয়টা মেনে নিতে পারেনি নিচু তলার কর্মীরা। এ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভের সঞ্চার হয় বেলপাহাড়ি ব্লক জুড়ে। তৃণমূল নেতা-কর্মীদের দাবি, বাঁশপাহাড়ি, বেলপাহাড়ি, সন্দাপাড়া, শিলদা, ভেলাইডিয়া ও হাড়দা অঞ্চলের যুব সভাপতিরা এদিন তাদের পদ থেকে পদত্যাগ করলেন।
তাঁদের অভিযোগ, রাজীববাবু তৃণমূলের সক্রিয় কর্মী। তিনি নির্বাচনের সময় দলের জন্য অনেক কিছু করেছেন। তারপরও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই বিষয়টি জেলা যুব সভাপতিকে জানানো হয়েছে। কিন্তু তিনি কোনও ভাবেই বিষয়টি নিয়ে কর্ণপাত করেনি। অভিযোগ, এমনকী তিনি কর্মীদের কোনও ফোন তোলেন না। অথচ এই রাজীব মাহাতই ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্লক যুব সভাপতির দায়িত্বে পার্টির জন্য নিজের চাকরিও ত্যাগ করেছিলেন। তাই তাঁকে ‘চক্রান্ত’ করে দলীয় পদ থেকে সরানোর প্রতিবাদেই এদিন তারাও নিজেদের দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তৃণমূলের বাঁশপাহাড়ি অঞ্চল যুব সভাপতি দিলীপ মাহাত বলেন, “আমাদের প্রেসিডেন্ট রাজীব মাহাতো। উনি সব সময় পার্টির দায়িত্ব নেন। এমকী, ভোটে লড়াই করে উনি ভাল রেজাল্ট নিয়ে এসেছিলেন। তাঁকে অন্যায় করে বাদ দেওয়া হয়েছে। সেই কারণে পদ থেকে পদত্যাগ করলাম।” তিনি আরও বলেন, ” দলের উপর ক্ষোভ প্রকাশ করেই পদ ছাড়লাম। আপাতত অন্য দলে যাচ্ছি না। এই দলেই সাধারণ কর্মী হিসাবে কাজ করব। কারণ এই রাজীবদার অবদান দলে কতটা তা বলে বোঝানোর নয়।”
