AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhargram: স্টপেজের দাবিতে খড়্গপুর টাটা রেল লাইনের ওপর অবরোধ, ব্যাহত দূরপাল্লার ট্রেন চলাচল

Jhargram: এর আগেও পাঁচ বার এই ইস্যুতে রেল অবরোধ করেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষের তরফে সমস্যা সমাধানের আশ্বাসও মিলেছিল।

Jhargram: স্টপেজের দাবিতে খড়্গপুর টাটা রেল লাইনের ওপর অবরোধ, ব্যাহত দূরপাল্লার ট্রেন চলাচল
ঝাড়গ্রামে রেল অবরোধ
| Edited By: | Updated on: Sep 04, 2022 | 11:24 AM
Share

ঝাড়গ্রাম: দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর টাটা রেল লাইনের ঝাড়গ্রাম খড়গপুর এর মাঝে সরডিহা স্টেশনে অবরোধ। রবিবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ব্যাহত ট্রেন চলাচল। তার জেরে একাধিক স্টেশনে দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে। সরডিহা এলাকার মানুষের অভিযোগ, কোভিডের পর সব স্বাভাবিক হলেও স্টিল এক্সপ্রেসের স্টপেজ সরডিহা স্টেশনে আজও চালু হয়নি।

এর আগেও পাঁচ বার এই ইস্যুতে রেল অবরোধ করেছেন গ্রামবাসীরা। তাঁদের বক্তব্য, রেল কর্তৃপক্ষের তরফে সমস্যা সমাধানের আশ্বাসও মিলেছিল। ঝাড়গ্রামের সাংসদও বিষয়টি নিয়ে সদর্থক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছিলেন। অভিযোগ, সবার তরফে শুধু আশ্বাস দেওয়া হলেও, স্টিলের স্টপেজ হয়নি।

এখানে ট্রেন না দাঁড়ানোয় চরম সমস্যায় ওই এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় সারা দেশে সমস্ত ট্রেন চালু হলেও, এই ডিভিশনে এখনও সব লোকাল ট্রেন চালু হয়নি। তবে যা চালু হয়েছে, সেগুলির ভাড়া বাড়িয়ে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া করা হয়েছে। তাই লোকাল ট্রেনের ভাড়া ফিরিয়ে দেওয়ার দাবিও রয়েছে এলাকার বাসিন্দাদের।

এই দাবি নিয়ে সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে রবিবার রেল অবরোধ কর্মসূচি শুরু করেছেন এলাকার বাসিন্দারা। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা রেললাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের দাবি পূরণ না হলে রেল অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

এর ফলে খড়্গপুর টাটা রেল লাইনে বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সমস্যায় পড়েছেন বাকি ট্রেন যাত্রীরা।