Jhargram: বুকের উপর তুলে দিল পা, কৃষককে পিষে মারল হাতি
Jhargram News: জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে চাষের কাজে যাচ্ছিলেন স্বামী খগেন পাথার ও তাঁর স্ত্রী। হঠাৎ করে চাষের জমিতে খগেন হাতির মুখে পড়ে। ততক্ষণে হাতিটি ওই ব্যক্তির বুকে পা তুলে তাঁকে পিষে মেরে ফেলে। ঘটনাস্থল থেকে খগেনের স্ত্রী ছুটে প্রাণে বাঁচেন।
ঝাড়গ্রাম: হাতির হানায় ফের মৃত্যু। জানা যাচ্ছে, চাষের জমিতে কাজে গিয়েছিলেন স্বামী ও স্ত্রী। সেই সময় আচমকা হাতির মুখে পড়েন ওই ব্যক্তি। আর তারপরই তার বুকে পা তুলে মেরে ফেলে হাতিটি। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের আঁধারিশোল গ্রামের খগেনপাতর এলাকায়।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে চাষের কাজে যাচ্ছিলেন স্বামী খগেন পাথার ও তাঁর স্ত্রী। হঠাৎ করে চাষের জমিতে খগেন হাতির মুখে পড়ে। ততক্ষণে হাতিটি ওই ব্যক্তির বুকে পা তুলে তাঁকে পিষে মেরে ফেলে। ঘটনাস্থল থেকে খগেনের স্ত্রী ছুটে প্রাণে বাঁচেন।
এই খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে জড়ো হয় এলাকাবাসী। মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। তাঁদের ঘিরে ধরেও এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখান। এলাকাবাসীরা বলেছেন, ঝাড়গ্রামের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। কখনো বনদফতরে হুলা পার্টি জ্বলন্ত হুলা হাতির গায়ে ঢুকিয়ে হাতিকে মেরে ফেলছে। ঝাড়গ্রামে এই হাতির সমস্যা নিয়ে ঝাড়গ্রামে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা কী ভাবছেন? যতক্ষণ না এই হাতির সমস্যা কোনও সমাধান হচ্ছে ততক্ষণ তারা মৃতদেহ ছাড়বেন না বলে এলাকায় দাবি জানান।
কিন্তু কিছুক্ষণ বাদে বনদফতরের লোকজন বুঝিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠায়। এবং যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।