Jhargram: সরস্বতী পুজোর আগে রাতে কুম্ভে গিয়েছিলেন, আর ফেরা হল না…
Jhargram: রেল পুলিশ সূত্রে খবর, বাড়ি ফেরার পথে হাওড়া ঢোকার আগে বালি স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটে মঙ্গল সহিস নামে ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে।

ঝাড়গ্রাম: সরস্বতী পুজোর আগে কুম্ভে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার পথে-বিপত্তি। সঙ্গ ছাড়া হয়ে নিখোঁজ ঝাড়গ্রামের এক ব্যক্তি। ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু আরেকজনের। উল্লেখ্য সরস্বতী পুজোর আগে কুম্ভ মেলায় গিয়েছিলেন ঝাড়গ্রামের বিনপুর থানার আমলাতোড়ার গ্রামের চারজন বাসিন্দা।
হরিপদ পাতর এবং বিশ্বনাথ গোয়ালা বাড়ি ফিরলেও বাড়ি ফেরা হল না মঙ্গল সহিস নামে এক ব্যক্তির। অপরজন ট্রেনে উঠলেও ট্রেন থেকেই নিখোঁজ। রেল পুলিশ সূত্রে খবর, বাড়ি ফেরার পথে হাওড়া ঢোকার আগে বালি স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঘটে মঙ্গল সহিস নামে ব্যক্তির। ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে।
দিন কয়েক আগে বিনপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন বলরাম মাহাতো নামক ব্যক্তির বাড়ির লোক তারপরে পুর ঘটনাটা সামনে আসে। ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে, অপরজন এখনও নিখোঁজ রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

