TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Nov 15, 2022 | 6:00 PM
সামনে পঞ্চায়েত ভোট। তার আগে জমি শক্ত করতে মরিয়া সব দল। ময়দানে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। আজ বেলপাহাড়িতে কর্মী সভা করেন মমতা। সেখানে ১০০ দিনের বকেয়া টাকার জন্য সরব হন তিনি। এরপর সন্ধ্যে নাগাদ মুখ্যমন্ত্রী দেখা গেল চপের দোকানে। চপ-ফুলরি ভাজার পাশাপাশি তা বিতরণ করতেও দেখা যায় তাঁকে।
মঙ্গলবার সন্ধ্যেবেলা ঝাড়গ্রামের মুগুড়া পেট্রল পাম্পের কাছে ঠিক রাস্তা উপরে একটি চা দোকান রয়েছে। হঠাৎই একটি সেই চা দোকানে ঢোকেন মুখ্যমন্ত্রী। দোকানদারকে প্রশ্ন করেন, সে কী করে? দোকানদার উত্তর দেন চা-চপ বিক্রি করেন। সেখানেই নয়া ভূমিকায় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর দোকানদারকে বলেন, 'তুমি সরে যাও আমি চপ ভাজব।
এরপর তৈরি করা চপ কড়ায় ছাড়েন। তা ভাজতে শুরু করেন।বাটি হাতে নিয়ে চপ-ফুলুরি দিতে দেখা যায় তাঁকে। সকলকে বলেন, 'তুমি খাও, তুমি নাও...'
এরপর কাগজের ঠোঙা বানিয়ে, তারমধ্যে ফুলুরি ভরে তা সকলের উদ্দেশে বিক্রি করতে দেথা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলাই চলে জনসংযোগ এইভাবেই সারলেন তিনি।
এ দিকে, মুখ্যমন্ত্রীকে চা দোকানে চপ দিতে দেখে ভিড় জমে যায় গোটা ওই দোকানটিতে। প্রত্যেকেই হাত বাড়িয়ে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চপ নিতে উৎসুক হয়ে ওঠেন। শুধু জনগণই নন, মুখ্যমন্ত্রীও জানতে চান কেউ বাকি রয়েছেন কিনা!
একই সঙ্গে যে সকল ছোট-ছোট শিশুরা সেখানে উপস্থিত ছিল। তাদেরও চকলেট দেন মুখ্যমন্ত্রী। ওই দোকানের লজেন্সের কৌটো খুলে তা থেকে চকলেট বের করে শিশুদের লজেন্স দিতে দেখা যায় তাঁকে।