AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maoist Poster in Jhargram: ‘ভয়ঙ্কর খেলা’ খেলতে চেয়ে তৃণমূল নেতাদের উদ্দেশে ফের পোস্টার মাওবাদীদের

Jhargram: সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়ণপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার বাসিন্দারা।

Maoist Poster in Jhargram: 'ভয়ঙ্কর খেলা' খেলতে চেয়ে তৃণমূল নেতাদের উদ্দেশে ফের পোস্টার মাওবাদীদের
মাওবাদী পোস্টার (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Apr 25, 2022 | 6:11 PM
Share

ঝাড়গ্রাম: কয়েকদিন ধরেই জঙ্গলমহল জুড়ে হাই এলার্ট জারি রয়েছে। আর এরই মধ্যে ফের মাওবাদী পোস্টার উদ্ধার (Maoist Poster) ঝাড়গ্রামে। শনিবারের ঠিক দু’দিন পরই ফের মাওবাদী পোস্টার পড়ল জেলায়। বর্তমানে ওই এলাকায় চলছে নাকা চেকিং। এরই মধ্যে বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় আরও চাঞ্চল্য বেড়েছে।

সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়ণপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান এলাকার বাসিন্দারা। পরে ওই এলাকায় দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার সেই পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। পোস্টারে কী লেখা? ওই পোস্টারে লেখা রয়েছে, ‘২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তৃণমূল নেতাদের সঙ্গে খেলা হবে।’ সেইসঙ্গে পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টার এর শেষে লেখা রয়েছে মাওবাদী সিপিআই।

শুধু এখানেই নয়, এদিন সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের সেবায়তন এলাকাতেও মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পান। সেই পোস্টারগুলিতেও তৃণমূল নেতাদের হুমকি দিয়ে লেখা রয়েছে। যার ফলে জঙ্গলমহল জুড়ে নতুন করে মাওবাদী আতঙ্ক মাথা-চাড়া দিয়ে উঠেছে।

বস্তুত, শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। ওইদিন দুপুরে ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক রেশন ডিলারের কর্মচারীকে গুলি করার ঘটনা ঘটে। জানা গিয়েছে, বছর আটত্রিশের সুদীপ স্থানীয় এক রেশল ডিলারের গাড়ি চালান। দুয়ারে রেশন প্রকল্পে জিনিসপত্র পৌঁছে দেন। আজ দুপুর আড়াইটে নাগাদ বাইক চালিয়ে যাচ্ছিলেন। ৬ নম্বর জাতীয় সড়কে ফাঁসিতলার কাছে পিছন থেকে একটি বাইক এসে তাঁর পথ আটকায়। বাইকে দু’জন ছিল। কাপড়ে মুখ ঢাকা ছিল তাদের। সুদীপ কিছু বুঝে ওঠার আগেই ওই দুষ্কৃতীরা গুলি চালায়। সুদীপ রাস্তায় পড়ে গেলে তাঁর বাইক ও মোবাইল নিয়ে পালায়।

এরপর, রবিবার ঝাড়গ্রাম ব্লকের লোধাসুলি এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের ধারে একটি লাল সুতো দিয়ে বাঁধা অবস্থায় বেশ কিছু সাদা কাগজ দেখতে পান এলাকার বাসিন্দারা। যার ফলে ওইদিনও মাওবাদী আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাই সোমবার ফের ঝাড়গ্রাম জেলার দুই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে ওই দুই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: Jhargram : দিনদুপুরে বাইকে করে এসে যুবককে গুলি, মাওবাদী আতঙ্ক ঝাড়গ্রামে