AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Belpahari: অবশেষ দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, বেলপাহাড়িতে বাঘ ধরতে আসছে সুন্দরবনের বিশেষজ্ঞরা

Royal Bengal Tiger: বনদফতর সূত্রে খবর, এই বাঘটি গত ১০ দিন ঝাড়খণ্ডের বনাঞ্চলে ঘুরে বেরিয়েছে। সম্ভবত,সে ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চল থেকে বেলপাহাড়ি থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী মুনিয়াডি জঙ্গলে প্রবেশ করেছে। ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Belpahari: অবশেষ দেখা মিলল রয়্যাল বেঙ্গলের, বেলপাহাড়িতে বাঘ ধরতে আসছে সুন্দরবনের বিশেষজ্ঞরা
ঝাড়গ্রামে দেখা মিলল রয়্যালেরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 9:52 PM
Share

বেলপাহাড়ি: জিনাত যাওয়ার পর থেকে আবারও বাঘের আতঙ্কে অতিষ্ঠ ঝাড়গ্রামের বেলপাহাড়ি। প্রথমে পায়ের ছাপ দেখা গিয়েছিল। তারপর থেকে বাঘের ভয়ে কাঁপছিল জঙ্গল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন দফতরের কর্মীরা। অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা জানান, ওই অজানা জন্তুটি হল রয়্যাল বেঙ্গল টাইগার।

বনদফতর সূত্রে খবর, এই বাঘটি গত ১০ দিন ঝাড়খণ্ডের বনাঞ্চলে ঘুরে বেরিয়েছে। সম্ভবত,সে ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চল থেকে বেলপাহাড়ি থানার ঝাড়খণ্ড সীমান্তবর্তী মুনিয়াডি জঙ্গলে প্রবেশ করেছে। ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বনদফতরের আধিকারিক ও কর্মীরা। জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে ।

বাঘটিকে অজ্ঞান করার জন্য বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই জঙ্গল জুড়ে বাঘের অবস্থান জানতে একাধিক জায়গায় ট্যাপ ক্যামেরা বসানো হয়েছে। জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা জঙ্গল। সোমবার বাঘটিকে ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বাঘ ধরার বিশেষজ্ঞ দল। ঘটনাস্থলে থেকে সমস্তরকমের নজরদারি করছেন ঝাড়গ্রাম বন বিভাগের ডি এফ ও উমর ইমাম।