AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Students protest in college : রুমে আবদ্ধ প্রিন্সিপাল, বন্ধ জানালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ পড়ুয়াদের

Students protest in college : প্রিন্সিপালকে আটকে রেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে টিএমসিপি ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে তাদের দাবি।

Students protest in college : রুমে আবদ্ধ প্রিন্সিপাল, বন্ধ জানালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ পড়ুয়াদের
মানিকপাড়া কলেজে বিক্ষোভ
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 10:02 PM
Share

ঝাড়গ্রাম : বাইরে তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি। কলেজে নেই বিদ্যুৎ। এতে বিদ্যুৎ দফতরের কোনও গাফিলতি নেই। আন্দোলনের নামে কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ছাত্ররাই। এমনকী, প্রিন্সিপালের ঘরের জানালা বন্ধ করে দিয়েছে। এভাবেই প্রিন্সিপালকে ঘরে আটকে রেখে বাইরে স্লোগান দিতে থাকে ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের। প্রিন্সিপালকে আটকে রেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে টিএমসিপি ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে।

কিছুদিন আগে কলেজের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তৃণমূল ছাত্রনেতাদের অভিযোগ, এনসিসির সিনিয়র কয়েকজন ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করে। রিগিং করে। কাউকে বললে ফল খারাপ হবে বলে হুমকি দেয়। এসবের বিরুদ্ধে প্রিন্সিপাল উমা ভৌমিককে লিখিত জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। তার ফলে একটি মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এছাড়া অতিরিক্ত কলেজ ফি নেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা। তবে জানালা বন্ধ করে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ ভিত্তিহীন বলে তাদের দাবি।

যদিও প্রিন্সিপাল উমা ভৌমিক জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরদিন থেকে টানা চারদিন ছুটি ছিল। ফলে কোনও ব্যবস্থা নেওয়ার আগেই ছাত্রীটি মারা যায়। ফলে এটা তদন্তের বিষয়। পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। ফি বেশি নেওয়ার অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান তিনি। যদিও ছাত্র, ছাত্রীরা কিছু না শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করে।

তারপরই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। খবর পেয়ে কলেজে আসে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। তারপর প্রিন্সিপালকে তাঁর অফিস থেকে উদ্ধার করেন।

আরও পড়ুন : SSC Candidate Soma Das : ‘মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও হাল ছাড়িনি…’, অন্য জীবনের কথা লিখলেন ক্যানসার আক্রান্ত SSC প্রার্থী সোমা