
ঝাড়গ্রাম: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বাংলাভাষাকে অপমানের অভিযোগে সরব তৃণমূল। বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই ইস্যুতে বুধবার ঝাড়গ্রামে তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন তিনি।
এদিন দুপুর দুটো নাগাদ পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে পথসভা করবেন। তার জন্য মঞ্চ করা হয়েছে। গতকালও হুগলির কামারপুকুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং কেশপুরে বাংলা ভাষা নিয়ে বার বার বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। কামারপুকুরে রামকৃষ্ণ মঠ এবং মিশনের নতুন অতিথি নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে তিনি বলেন, “আমাদের ভাষা নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না। কেউ অসম্মান করার চেষ্টা করবেন না।”
রাজনীতির কারবারিরা বলছেন, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও বাংলাভাষাকে অপমানের ইস্যুতে তৃণমূল যে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে, গতকাল তা স্পষ্ট করে দিয়েছেন শাসকদলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে দলের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বক্সী বলেন, “ভোটে হেরে আগ্রাসী বিজেপি। কেন তারা বাংলা বিরোধী, তা প্রচার করতে হবে।” এরপরই তিনি বলেন, “বাংলা ভাষার উপর অত্যাচারের কথা মানুষকে জানান। মানুষের স্মৃতিশক্তি কম। প্রতিনিয়ত মিটিং মিছিল করুন। সর্বস্তরে মানুষের কাছে পৌঁছান। গান্ধী মূর্তিতে শনি ও রবিবার অবস্থান করুন।” এই আবহে দলের সুপ্রিমো এদিন ঝাড়গ্রাম থেকে কী বলেন, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, এদিন বিভিন্ন আদিবাসী সংগঠন ও ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল ঝাড়গ্রাম স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।