AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট মিটতেই অবস্থান বিক্ষোভে তৃণমূল প্রার্থী, অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সন্ধ্যায় ভোটপর্ব মিটে যাওয়ার পর দাঁতন থানা ও মোহনপুর থানার সামনে বিক্ষোভে বসেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।

ভোট মিটতেই অবস্থান বিক্ষোভে তৃণমূল প্রার্থী, অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
নিজস্ব চিত্র
| Updated on: Mar 27, 2021 | 10:32 PM
Share

পশ্চিম মেদিনীপুর: এতদিন রাজ্য পুলিশের (Police) বিরুদ্ধে শাসকদলের ‘দলদাস’ হয়ে থাকার অভিযোগ তুলত বিরোধীরা। এ বার খোদ তৃণমূল (TMC) প্রার্থী রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। এবং বিক্ষোভে বসেছেন খোদ দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান।

শনিবার রাজ্যের ৩০ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় ভোটপর্ব মিটে যাওয়ার পর দাঁতন থানা ও মোহনপুর থানার সামনে বিক্ষোভে বসেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। দাঁতন থানার সামনে নেতৃত্বে দেন দাঁতনের তৃণমূল ব্লক স্তরের নেতা বিক্রম চন্দ্র প্রধান। অন্যদিকে, মোহনপুর থানার সামনে বিক্ষোভ অবস্থান দেখান মোহনপুর ব্লকের তৃণমূল সভাপতি প্রদীপ পাত্র।

আরও পড়ুন: পাঁচ মৌ চুক্তি, সঙ্গে মিতালী এক্সপ্রেস, নমোর বাংলাদেশ সফরে আরও কী কী পেল ভারত?

তৃণমূলের দাবি, পুলিশকে বারবার জানিয়েও কোনও কাজ হয়নি। অভিযোগ তোলা হয়েছে, দাঁতন এক নম্বর ব্লকের তুরকা রসুলপুর-সহ বিভিন্ন জায়গায় তৃণমূল এজেন্টদের নিয়ে আসার জন্য যখন তৃণমূল নেতৃত্ব গিয়েছিলেন, সেই সময় তৃণমূল নেতৃত্বকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। মূলত তার প্রতিবাদে এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে অবস্থান-বিক্ষোভে বসেন বিক্রমবাবু। অন্যদিকে, মোহনপুর থানার সামনে অবস্থান শুরু চালান মোহনপুর ব্লকের তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুন: ‘ইন্দিরা গান্ধীও আমার মান ভাঙাতে লোক পাঠাতেন’, মমতার ফোন-ফাঁসে মন্তব্য সুব্রতর