
নয়াদিল্লি: সকালে মোদী, দুপুরে শাহ। উত্তরের বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রীও। কথা বললেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার সঙ্গেও। আর যাঁরা এই বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাতেও দেখা যায় তাঁকে। রবিবার নিজের এক্স হ্যান্ডেলেই উত্তরের বিপর্যয় নিয়ে মর্মাহত হয়ে একটি পোস্ট করেছেন শাহ।
তাতে তিনি লিখেছেন, ‘দার্জিলিঙে ভারী বৃষ্টির কারণে ঘটা দুর্ঘটনায় আমি সত্যিই মর্মাহত। অনেকেই প্রাণ হারিয়েছেন। তাঁদের পরিবার ও পরিজনের প্রতি আমার সমবেদনা। আমি আশা রাখি, তাঁদের ক্ষতের নিরাময় হবে।’
Deeply saddened by the tragic loss of lives in Darjeeling due to heavy rains. My thoughts are with the people who lost their loved ones. Praying for the speedy recovery of the injured.
Spoke with MP of Darjeeling, Shri @RajuBistaBJP, and took stock of the situation. Teams of the…
— Amit Shah (@AmitShah) October 5, 2025
শনিবার থেকে তীব্র বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গে। সবচেয়ে বেশি পড়েছে পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং ও মিরিকে। এই তিন এলাকার একাধিক জায়গায় নেমেছে ধস। মিরিকের একটি বস্তিতে ধস নেমে মৃত্যু হয়েছে ৯ জন বাসিন্দার। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৩। দুর্যোগের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। বিচ্ছিন্ন হয়েছে দার্জিলিং-কালিম্পঙের একাধিক রাস্তাও। এই বৃষ্টি ও ভূমিধসের কারণে ভেঙে গিয়েছে দার্জিলিঙের দুধিয়া সেতুও। যার জেরে শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্য়ে দার্জিলিঙের সাংসদের থেকে সেখানকার ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিজের পোস্টেই সেই ফোনালাপের উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলার একটি দলও পরিস্থিতি সামাল দিতে তৈরি রয়েছে বলেই জানিয়েছেন তিনি।
শাহের কথায়, ‘দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার সঙ্গে কথা হয়েছে। ওনার থেকেই পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছি। ইতিমধ্য়ে বিপর্যস্ত এলাকাগুলিতে এনডিআরএফ-র প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। আর কয়েকটি প্রতিনিধি দল তৈরি রয়েছে। পরিস্থিতি সাপেক্ষে তাঁদেরও পাঠিয়ে দেওয়া হবে। বিজেপির কর্মকর্তারাও দুর্গতদের সাহায্য়ে ময়দানে নেমে পড়েছে।’