Weather: লাগাতার বৃষ্টিতে জলের তলায় চলে গেল ব্রিজ, বন্ধ বাস চলাচল, রাস্তায় বেরিয়ে অসহায় অবস্থা যাত্রীদের

Purba Bardhaman: জানা যাচ্ছে, গতকাল থেকে তুমুল বৃষ্টির জন্য এই নদীর ব্রিজ প্রথম থেকেই জলমগ্ন হয়েছিল। এরপর বৃষ্টি না থামায় ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়ে সেটি। ডুবতে শুরু করে ব্রিজটি। আজ সকাল নাগাদ মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় থাকা ১২০ ফিটের ব্রিজ ডুবে যায়। ফলে ব্রিজের দুই পারের মানুষজনের পারাপার নিয়ে দুর্ভোগ।

Weather: লাগাতার বৃষ্টিতে জলের তলায় চলে গেল ব্রিজ, বন্ধ বাস চলাচল, রাস্তায় বেরিয়ে অসহায় অবস্থা যাত্রীদের
জলের তলায় ব্রিজImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 02, 2024 | 1:01 PM

কাটোয়া: ঘূর্ণাবর্তের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার থেকে। শুক্রবারও সেই একই অবস্থা। সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। আর এর জেরে জলায় তলায় চলে গিয়েছে ব্রিজ। বন্ধ পরিবহন। চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। ঘটনাটি ঘটছে পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের কাটোয়া করুই রোড এলাকায়। সেখানে গাফুলিয়া ফরে নদীর উপরে থাকা ব্রিজ চলে গিয়েছে নিচে।

জানা যাচ্ছে, গতকাল থেকে তুমুল বৃষ্টির জন্য এই নদীর ব্রিজ প্রথম থেকেই জলমগ্ন হয়েছিল। এরপর বৃষ্টি না থামায় ধীরে ধীরে জলমগ্ন হয়ে পড়ে সেটি। ডুবতে শুরু করে ব্রিজটি। আজ সকাল নাগাদ মাটি থেকে কয়েক ফুট উচ্চতায় থাকা ১২০ ফিটের ব্রিজ ডুবে যায়। ফলে ব্রিজের দুই পারের মানুষজনের পারাপার নিয়ে দুর্ভোগ।

স্থানীয় এক এলাকাবাসী বলেন, “বাচ্চাদের দিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। ভয় লাগছে যেতে। জলের স্রোত দেখে ভয় লাগছে। বোনের বাড়ি গিয়ছিলাম। আটকে পড়েছি এখন।” আরও এক স্থানীয় বাসিন্দা বলেন, “ভ্যানে করে যাতায়াত করছি। ব্রিজ তো ডুবে গিয়েছে। হেঁটে যাচ্ছি। ভয় লাগছে মারাত্মক।”