Khejuri: দফায় দফায় বোমাবাজি, রণক্ষেত্র পরিস্থিতি, স্থগিত খেজুরির স্থায়ী সমিতির নির্বাচন

Khejuri: খেজুরি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন ছিল। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চললেও তাল কাটে বেলা একটার দিকে।

Khejuri: দফায় দফায় বোমাবাজি, রণক্ষেত্র পরিস্থিতি, স্থগিত খেজুরির স্থায়ী সমিতির নির্বাচন
খেজুরির স্থায়ী সমিতির নির্বাচন স্থগিত

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 05, 2023 | 4:27 PM

পূর্ব মেদিনীপুর: সকাল থেকে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থগিত করা হল খেজুরি দুই পঞ্চায়েতে সমিতির স্থায়ী সমিতি নির্বাচন। মঙ্গলবার সকালে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি দুই নম্বর ব্লক বিডিও অফিস চত্বর। এই মুহূর্তে বন্ধ নির্বাচনী প্রক্রিয়া।

খেজুরি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন ছিল। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চললেও তাল কাটে বেলা একটার দিকে। মুড়িমড়কির মতো বোমা পড়তে থাকে। খেজুরি ২ নম্বর ব্লক বিডিও অফিসের খোলা ছাদের ওপর থেকে বোমার ধোঁয়া উঠতে দেখা যায়। সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।

তৃণমূল এবং বিজেপি উভয়পক্ষ উভয়ের দিকে অভিযোগের আঙুল তুলছে। বিডিও অফিস চত্বরে ঢুকে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরাই এলাকায় বোমাবাজি করেছে। এমনই অভিযোগ করেন খেজুরি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল মিশ্র। অপরদিকে বিজেপি কাঁথি জেলা সাধারণ সম্পাদক নেতা সৌমেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বাইরে থেকে দুষ্কৃতীদের নিয়ে বোমাবাজির করে এলাকা দখলের চেষ্টা হচ্ছিল। এই পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেসকেই তিনি দায়ী করেছেন।

সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে ওই কেন্দ্রে স্থায়ী সমিতি নির্বাচন প্রক্রিয়া বন্ধ রেখেছে প্রশাসন। এলাকায় রয়েছে কমব্যাক্ট ফোর্স,বিশাল বাহিনী,জল কামান-সহ জেলা পুলিশের উচ্চ পর্যায়ে আধিকারিকরা।