TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক
Jan 24, 2023 | 2:47 PM
কোথাও লেখা 'খেলা হবে' কোথাও আবার লেখা 'মা মাটি মানুষ'। বাজারে এখন দেদার বিকোচ্ছে এই সকল ঘুড়ি।
হাতে আর একদিন বাকি। তার আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঘুড়ি ওড়ানোর নিয়ম রয়েছে। তবে আগে যেইভাবে ঘুড়ি বিকোত, বর্তমানে তা হয়না বললেই চলে। কারণ মোবাইল-ইন্টারনেটের যুগে ঘুড়ি ওড়ানোর দিকে যুব সমাজের আর তেমন মন নেই। তাই বিক্রেতারা বলেন ঘুড়ির বাজারে মন্দা।
এই পরিস্থিতে ব্যারাকপুরে দেখা গেল অন্য ছবি। ঘুড়ির বাজারে রাজনীতির ছোঁয়া। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি, মা মাটি মানুষ লেখা, ও খেলা হবে লেখা ঘুড়ি দারুণ ভাবে বিক্রি হচ্ছে দোকানে।
আর ছোট থেকে বড় প্রত্যেকেই এই ঘুড়ি কিনছে। এক-একটি ঘুড়ি বিক্রি হচ্ছে কোনওটা চার টাকা, কোনওটা পাঁচ টাকা, কোনও কোনও ঘুড়ি আবার আট থেকে ন টাকায় বিক্রি হচ্ছে।
ঘুড়ি কিনতে আসা এক ক্রেতা জানালেন অন্য ছবি প্রতিবারই ওড়ানো হয়। এইধরনের ঘুড়ি এই প্রথম।
অপরদিকে, বিক্রেতাদের বক্তব্য ক্রেতারাও ঘুড়ির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও খেলা হবে লেখা ঘুড়ি যথেষ্ঠ উৎসাহের সঙ্গে কিনছে