উত্তর ২৪ পরগনা: নির্বাচনের মাস কয়েক বাকি থাকতে বাম-কংগ্রেস জোটকে নিয়ে খুব একটা আশা দেখছেন না বিমান বসু (Biman Basu)। তবে তৃণমূল ও বিজেপি উভয়কেই এক সারিতে বসিয়েছেন। বামফ্রন্ট চেয়ারম্যানের মতে, বিজেপির নীতি ‘সংকীর্ণ’ হলেও তাঁদের কমপক্ষে নীতি রয়েছে। কিন্তু, তৃণমূলের সেটাও নেই। অন্যদিকে, বিজেপিকে যেভাবে তৃণমূল নেত্রীকে আক্রমণ করছে, তাও পছন্দ নয় প্রবীণ বাম নেতার।
নির্বাচনের প্রাথমিক প্রচারে অংশ নিতে শনিবার বারাসতে উপস্থিত হয়েছিলেন বিমান বসু। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপি, দুই দলকেই নিশানায় নেন তিনি। তবে লক্ষণীয় বিষয়, বিজেপিকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি অনেকটাই নমনীয় ছিলেন।
বিমান বলেন, “কয়লা চোর, গরু চোর তৃণমূল নেতারা চোর-বাটপারে ভর্তি বিজেপিতে যাচ্ছে। তৃণমূলের নীতি নেই, তাই সেখানে তোলাবাজ, চাল চোর, রেশন চোর, ত্রিপল চোর রয়েছে। বিজেপিতে ওদের মনুবাদী নীতি না বুঝেই যাচ্ছে। সেখানে উচ্চবর্ণের মানুষ ছাড়া অন্যদের মানুষ বলে জ্ঞান করা হয় না।” দু’দলের মধ্যে ফারাক নেই দাবি করে বিমান বসু বলেন, “তৃণমূল বা বিজেপি কোনও দলের মানুষের প্রতি দরদ নেই। তৃণমূল অগণতান্ত্রিক ভাবে আর বিজেপি ফ্যাসিবাদী ভাবে চলছে।”
আরও পড়ুন: সারা দেশেই বিনা মূল্যে করোনা ভ্যাকসিন! বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এছাড়াও কেন্দ্রের কৃষি বিলের সমালোচনা করে বামদের কৃষকদের পাশে থাকার বার্তা এদিন তিনি দেন। অন্যদিকে, বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিমান বসু। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাক্য ও ভাবনার কড়া সমালোচনাও করেন। শাসকদলের বহিরাগত তত্ত্বকে ‘প্রাদেশিক’ আখ্যা দেন। পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কটাক্ষ করে মমতার ‘গাড্ডা চাড্ডা’ বলারও সমালোচনা করেন।
আরও পড়ুন: সিএএ নিয়ে হঠাৎই সুর নরম শান্তনু ঠাকুরের! নেপথ্যে কি ‘গোপন বৈঠক’