দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক

ঋদ্ধীশ দত্ত |

Mar 12, 2021 | 2:10 AM

ইস্তেহারে (Left Manifesto) একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে বামেরা খড়্গহস্ত হলেও, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিদাওয়া নিয়ে মমতার সরকারের পথেই হাঁটবে বামেরা।

দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক
প্রতীকী চিত্র

Follow Us

কলকাতা: একুশের বঙ্গযুদ্ধে কোমর বেঁধেই নামছে বামেরা (CPIM)। খুব শিগগিরই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2021) উপলক্ষে ইস্তেহার (Left Manifesto) প্রকাশ করবে আলিমুদ্দিন। সেই ইস্তেহারে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে বামেরা খড়্গহস্ত হলেও, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিদাওয়া নিয়ে মমতার সরকারের পথেই হাঁটবে বামেরা। এক নজরে দেখে নিন ক্ষমতায় এলে মূলত কী কী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে।

১. সমস্ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে।

২. এক বছরের মধ্যে সরকারি আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে।

৩. বাতিল করা হবে রাজ্যের এপিএমসি আইন। কেন্দ্রের কৃষি আইনও রাজ্যে কার্যকর হবে না।

৪. ভূমিসংস্কারে জমি পাওয়া গরিব কৃষক যাঁরা উচ্ছেদ হয়েছেন, তাদের পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

৫. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গণতন্ত্র ফেরানো হবে।

৬. কৃষকের ফসলের দেড়গুণ দামের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

৭. শ্রমিকদের নূন্যতম মজুরি দৈনিক ৭০০ টাকা করা হবে।

৮. ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলে সরকারি ভর্তুকি দেওয়া হবে।

৯. নারী নির্যাতন, গার্হস্থ‍্য প্রতিরোধে শহরে ওয়ার্ড বা বরোতে এবং গ্রাম বাংলার ব্লক স্তরে বিশেষ সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১০. প্রতিবন্ধকতাযুক্তদের শিক্ষার আওতায় আনা হবে, বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। মাসিক ভাতা এক হাজারের পরিবর্তে দু’হাজার টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: বাড়ি-গাড়ি কিচ্ছু নেই, নেই কোনও লাল দাগ, মমতার হাতে নগদ লাখ টাকারও কম

১১. বেআইনি চিটফান্ডগুলির দাপট রোখা হবে। তৎসহ চিটফান্ড কর্তাদের ও তাঁদের সহযোগীদের শাস্তির ব্যবস্থা করা হবে। জনগণের গচ্ছিত টাকা ফেরত দেওয়া হবে।

১২. রাজ্যগুলির সাংবিধানিক অধিকার হরণের বিরুদ্ধে রাজ্য সরকার সর্তক থাকবে।

১৩. কেন্দ্রের সংগৃহিত রাজস্বের ৫০ শতাংশ রাজ্যকে দিতে হবে।

১৪. একাধিক খাতে রাজ্যের বরাদ্দ প্রাপ্য মেটাতে হবে কেন্দ্রকে।

১৫. এনআরসি, এনপিআর বা সিএএ-র মতো বৈষম্যমূলক নাগরিকত্ব ধারণা রাজ্যে কার্যকর হবে না।

আরও পড়ুন: নন্দীগ্রামে মীনাক্ষী, বালিতে দীপ্সিতা, জামুড়িয়ায় ঐশী! বামেদের প্রার্থী তালিকায় ভরপুর চমক

 

Next Article