নন্দীগ্রামে মীনাক্ষী, বালিতে দীপ্সিতা, জামুড়িয়ায় ঐশী! বামেদের প্রার্থী তালিকায় ভরপুর চমক
বিধানসভা (West Bengal Assembly Election 2021) ভোটে নন্দীগ্রামে যে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল। প্রথম দুই দফার আসনে একমাত্র নন্দীগ্রামেই আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল সিপিএমএম (CPIM)-র। সেই আসনের প্রার্থী এ দিন ঘোষণা করে দেওয়া হয়।
কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারুণ্যকেই হাতিয়ার করতে চাইছে সিপিএম (CPIM)। নন্দীগ্রামের আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) নাম। ফলে এ বারের বিধানসভা (West Bengal Assembly Election 2021) ভোটে নন্দীগ্রামে যে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল। প্রথম দুই দফার আসনে একমাত্র নন্দীগ্রামেই আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল সিপিএম-র। সেই আসনের প্রার্থী এ দিন ঘোষণা করে দেওয়া হয়।
কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে বোঝাপোড়া চূড়ান্ত হলেও কাগজপত্রের ফাঁদে আটকে রয়েছে কিছু প্রক্রিয়া। সেই কারণে এ দিন কেবল বামেরা নিজেদের প্রার্থীর নামই ঘোষণা করে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় যে তরুণ প্রার্থীদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তা প্রার্থীদের নামগুলিতেই সাফ হয়ে গিয়েছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্য দুই-ই প্রাধান্য পেয়েছে। শিলিগুড়ি, রায়দিঘীর মতো আসনে একদিকে যেমন প্রত্যাশিতভাবে পুরনো মুখগুলিকে প্রার্থী করা হয়েছে, তেমনই বেশ কিছু আসনে ছাত্র-যুব সংগঠনের নেতারা সুযোগ পেয়েছেন। দেখে নিন দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর কাদের নাম এল তালিকায়।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির
বাসন্তী- সুভাষ নস্কর, কুলতলী- রামশঙ্কর হালদার, রায়দিঘী- কান্তি গঙ্গোপাধ্যায়, জামুড়িয়া-ঐশী ঘোষ, কুলপি- আইএসএফ, জয়নগর- অপূর্ব প্রামাণিক, বারুইপুর পূর্ব- স্বপন নস্কর, ক্যানিং পূর্ব- আইএসএফ, ক্যানিং পশ্চিম- কংগ্রেস, ডায়মন্ড হারবার- প্রতিকূর রহমান, খানাকুল- নিষ্পত্তি হয়নি, কসবা- শতরূর ঘোষ, যাদবপুর- সুজন চক্রবর্তী, টালিগঞ্জ- দেবদূত ঘোষ, বালি- দীপ্সিতা ধর, আরামবাগ- শক্তিমোহন মালিক, সিঙ্গুর- সৃজন ভট্টাচার্য, চণ্ডীতলা- মহম্মদ সেলিম।
শিলিগুড়ি- অশোক ভট্টাচার্য, কামারহাটি- সায়নদীপ মিত্র, দমদম- পলাশ দাস, রাজারহাট নিউটাউন- সপ্তর্ষি দেব,ইংলিশ বাজার- কৌশিক মিশ্র, ডোমকল- মোস্তাফিজুর রহমান, জলঙ্গী- সইফুল ইসলাম মোল্লা। বেলেঘাটা- রাজীব বিশ্বাস, মানিকতলা- রূপা বাগচী, কাশীপুর-বেলগাছিয়া – প্রতীক দাশগুপ্ত, দুবরাজপুর- বিজয় বাগদি, বোলপুর- তপন হোড়, নানুর – শ্যামলী প্রধান, লাভপুর- সৈয়দ মজিফুল করিম, সাঁইথিয়া- মৌসুমী কোনাই, কুশমান্ডি – নর্মদা রায়, বালুরঘাট- সুচেতা বিশ্বাস, তপন- রঘু ওরাঁও, গঙ্গারামপুর- নন্দলাল হাজরা, হরিরামপুর- রফিকুল ইসলাম, হবিবপুর- ঠাকুর টুডু, গাজল- অরুণ বিশ্বাস, জঙ্গিপুর- প্রদীপ নন্দী, ভগবানগোলা – কামাল হোসেন, নবগ্রাম – কৃপালিনী ঘোষ, বালিগঞ্জ – ডাঃ ফুয়াদ হালিম, মেখলিগঞ্জ- গোবিন্দ রায়, মাথাভাঙা- অশোক বর্মন, কোচবিহার উত্তর – নগেন রায়, কোচবিহার দক্ষিণ- অক্ষয় ঠাকুর, লশীতলকুচি- সুধাংশু প্রামাণিক, দিনহাটা- আবদুল রউফ, নাটাবাড়ি- আকিক হাসান, কুমারগ্রাম- কিশোর মিনজ, ফালাকাটা- ক্ষিতীশ চন্দ্র রায়, মাদারিহাট- সুভাষ লোহার, সোনারপুর দক্ষিণ- শুভম ব্য়ানার্জি, কেতুগ্রাম- মিজানুর করিম, মঙ্গলকোট- শাহজাহান চৌধুরী, আউশগ্রাম- চঞ্চল মাঝি, গলসি- নন্দ পণ্ডিত, পাণ্ডবেশ্বর- সুভাষ বাউরী, দুর্গাপুর পূর্ব- আভাস রায়চৌধুরী, রানীগঞ্জ- হেমন্ত প্রভাকর, আসানসোল দক্ষিণ- প্রশান্ত ঘোষ, চোপড়া- আনুওয়ারুল হক, চাকুলিয়া- আলি ইমরান রমিজ, করনদিঘি- হাফিজুল ইকবাল, হেমতাবাদ- ভূপেন্দ্রনাথ বর্মন, করিমপুর- প্রভাস মজুমদার, তেহট্ট- সুবোধ বিশ্বাস।
পলাশিপাড়া- এস এম সাদি, নাকাশিপাড়া- শুক্লা সাহা চক্রবর্তী, নবদ্বীপ- স্বর্ণেন্দু সিংহ, কৃষ্ণনগর দক্ষিণ- সুমিত বিশ্বাস, বনগাঁ দক্ষিণ- ডাঃ প্রীতি কুমার রায়, রামপুরহাট- সঞ্জীব বর্মন, নলহাটি- দীপক চ্যাটার্জি, হাওড়া দক্ষিণ- সুমিত্র অধিকারী, সাঁকরাইল- সমীর মালিক, ডোমজুড়- উত্তম বেরা,উত্তরপাড়া- রজত ব্যানার্জি, সিঙ্গুর- সৃজন ভট্টাচার্য, চন্দননগর- গৌতম সরকার, চুঁচুঁড়া- ডাঃ প্রণব ঘোষ, বলাগড়- মহামায়া মণ্ডল, পাণ্ডুয়া- আমজাস হোসেন, চণ্ডীতলা- মহঃ সেলিম, গাইঘাটা – কপিল কৃষ্ণ ঠাকুর।
স্বরূপনগর- বিশ্বজিৎ মণ্ডল, হাবড়া- রিজিনন্দন মণ্ডল, বীজপুর- সুকান্ত রক্ষিত, নৈহাটি- ইন্দ্রানী কুন্ডু মুখার্জি, জগদ্দল- নিমাই সাহা, ব্য়ারাকপুর- দেবাশীষ ভৌমিক, খড়দহ- দেবজ্যোতি দাস, দমদম উত্তর- তন্ময় ভট্টাচার্য, ভাতার- নজরুল হক, পূর্বস্থলি উত্তর- প্রদীপ সাহা, কসবা- শতরূপ ঘোষ, যাদবপুর- ডাঃ সুজন চক্রবর্তী, সোনারপুর উত্তর- মোনালিসা সিনহা, টালিগঞ্জ- দেবদূত ঘোষ, বেহালা পূর্ব- শমিতা হর চৌধুরী, বেহালা পশ্চিম- নীহার ভক্ত, মহেশতলা- প্রভাত চৌধুরী, মেটিয়াবুরুজ- মহঃ জামাল, বালি- দীপ্সিতা ধর, হাওড়া উত্তর – পবন সিং, শিবপুর- ডাঃ জগন্নাথ ভট্টাচার্য
আরও পড়ুন: বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি, সবাই ঝাঁপিয়ে পড়ুন: নরেন্দ্র মোদী