Madhyamgram: বাদুতে গোডাউনে বিধ্বংসী আগুনে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত বেড়ে ৩

Madhyamgram: মধ্য়মগ্রামের কাছের বাদুতে কাঞ্চনতলার কাছে গোডাউনে মূলত পেট্রল রিফাইন করার কাজ হত। সেই গোডাউনে আগুন লাগে। প্রতি শিফটে ১৫ জনের মতো শ্রমিক গোডাউনে  কাজ করতেন। বুধবারও গোডাউনে আগুন লাগার সময়ে ৪-৫ জন শ্রমিক ছিলেন।

Madhyamgram: বাদুতে গোডাউনে বিধ্বংসী আগুনে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত বেড়ে ৩
তেলের গোডাউনে বিস্ফোরণImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 10:59 AM

মধ্যমগ্রাম: মধ্যমগ্রামে বাদুতে বিস্ফোরণের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। প্রথম  দিনেই মৃত্যু হয়েছিল এক জনের। পরে আরও দু’জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে আরও বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মধ্য়মগ্রামের কাছের বাদুতে কাঞ্চনতলার কাছে গোডাউনে মূলত পেট্রল রিফাইন করার কাজ হত। সেই গোডাউনে আগুন লাগে। প্রতি শিফটে ১৫ জনের মতো শ্রমিক গোডাউনে  কাজ করতেন। বুধবারও গোডাউনে আগুন লাগার সময়ে ৪-৫ জন শ্রমিক ছিলেন। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। গোডাউনের ভিতরেই আটকে পড়েন ৪-৫ জন শ্রমিক।

বুধবারই গোডাউন থেকে এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি দু’জনকে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় বার করা হয়। বারাসত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন তাঁরা। বৃহস্পতিবার সকালে তাঁদেরও মৃত্যু হয়। বাকি ১ জনের অবস্থা সঙ্কটজনক। কুলদীপ সিং নামে ওই কর্মীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে, যাঁরা আহতদের উদ্ধার করতে গিয়েছিলেন, তাঁদেরও অনেকে দগ্ধ হয়েছেন, তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন। তবে গোডাউনে কী থেকে আগুন লেগেছে, সেটা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা তা খতিয়ে দেখছেন।

এই খবরটিও পড়ুন