Madhyamik Student: রেজাল্ট খারাপ হতেই বাড়িতে বকাবকি, অভিমানে নিজেকে শেষই করে দিল মাধ্যমিকের পূজা

Madhyamik Student: পূজা বড়মোহনপুর সিতাংশু বালিকা বিদ্যাপীঠের ছাত্রী ছিল। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট বের হতেই দেখা যায় সে পেয়েছে ৩১০। তাতেই বাড়িতে অশান্তি। মা-বাবা বকাবকি করতেই মন খারাপ হয়ে যায় পূজার।

Madhyamik Student: রেজাল্ট খারাপ হতেই বাড়িতে বকাবকি, অভিমানে নিজেকে শেষই করে দিল মাধ্যমিকের পূজা
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 03, 2025 | 3:33 PM

ঘাটাল: আশানরূপ রেজাল্ট হয়নি। তাতেই মন খারাপ, শেষে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ঘাটালের বিসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরের ঋতম ঘোষ। শুক্রবার দুপুরে রেজাল্ট বের হতে না হতেই নিজের ঘর থেকে উদ্ধার হয়েছিল ঋতমের ঝুলন্ত দেহ। এবার সেই একই জেলাতে এদিনও দেখা গেল একই ছবি। রেজাল্ট ভাল হয়নি বলে বকাবকি করেছিল বাবা-মা। আর তাতেই অভিমানে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল বেলদা থানার অন্তর্গত গুড়দলা এলাকার বছর ষোলোর পূজা সিট। 

পূজা বড়মোহনপুর সিতাংশু বালিকা বিদ্যাপীঠের ছাত্রী ছিল। শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট বের হতেই দেখা যায় সে পেয়েছে ৩১০। তাতেই বাড়িতে অশান্তি। মা-বাবা বকাবকি করতেই মন খারাপ হয়ে যায় পূজার। কিন্তু, তার জেরে যে সে এই সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা ভাবতে পারছেন না বাড়ির কেউই। এদিনই নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস লাগায় পূজা। 

বাড়ির লোকজন তাঁকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেন। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়। শোকের আবহ পূজার স্কুলেও।