ঘরে বসে বই দেখেই পরীক্ষা, তবুও ফেল সবাই!

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা নির্দিষ্ট লিঙ্কে আপলোড করেছিলেন উত্তরপত্র। শুক্রবার পরীক্ষার ফল বের হয়। ১০০ জন পরীক্ষার্থীর কেউ পাশ করতে পারেননি। সেক্ষেত্রে বিস্মিত সকলেই।

ঘরে বসে বই দেখেই পরীক্ষা, তবুও ফেল সবাই!
ঘরে বসে বই দেখেই পরীক্ষা, তবুও ফেল সবাই!
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 7:54 AM

TV9 বাংলা ডিজিটাল: ঘরে বসে পরীক্ষা। হাতে প্রশ্নপত্র। যে কোনও সময়েই ইচ্ছা করলে দেখা নেওয়া যেতে পারে বই, কিংবা নেট সার্চ করে খুঁজে নেওয়া যাবে উত্তর (Open book examination)। তবুও পরীক্ষায় ফেল প্রত্যেকেই। অবাক করা কাণ্ড ঘটল মালদার শোভানগর ডিএলএড কলেজে।

২০১৮-২০ শিক্ষাবর্ষের অনলাইন ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করেছিল জেলার একমাত্র সরকারি প্রাথমিক শিক্ষণ কলেজ (Open book examination)। ১৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল পরীক্ষা। এক্সটার্নাল ৩১০, ইন্টারনাল ৩৯০ মিলিয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা হয়।

আরও পড়ুন: কবে থেকে দলের সঙ্গে বাড়ল দূরত্ব? কবে থেকে ‘নিস্পৃহ’ হতে শুরু করলেন শুভেন্দু?

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা নির্দিষ্ট লিঙ্কে আপলোড করেছিলেন উত্তরপত্র। শুক্রবার পরীক্ষার ফল বের হয়। ১০০ জন পরীক্ষার্থীর কেউ পাশ করতে পারেননি। সেক্ষেত্রে বিস্মিত সকলেই। এর পিছনে প্রযুক্তিগত কোনও ত্রুটি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।