Malda Blast: খুঁটিতে হেলান দিতেই পড়ল ব্যাগ ভর্তি বোমা, বিস্ফোরণে জখম নাবালক
Blast: জল পান করার জন্য খুঁটিতে ঠেস দিতেই গায়ের উপর এসে পড়ল বোমা ভর্তি ব্যাগ। সঙ্গে সঙ্গেই ঘটল জোরাল বিস্ফোরণ। সেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রটি।
মানিকচক: জল পান করতে গিয়ে বোমা বিস্ফোরণের (Bomb blast) কবলে পড়ল ১০ বছরের কৃষ্ণ। জল পান করার জন্য খুঁটিতে ঠেস দিতেই গায়ের উপর এসে পড়ল বোমা ভর্তি ব্যাগ। সঙ্গে সঙ্গেই ঘটল জোরাল বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রটি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার (Malda) মানিকচক ব্লকের নারায়ণপুর চর এলাকায়। দিনমজুর পরিবারের সন্তান কৃষ্ণা বর্তমানে মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। চরের কাছে বোমা ভর্তি ব্যাগ কে বা কারা রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণর বাবা গুল্লু চৌধুরী ও মা সায়ন্তিকা চৌধুরী পেশায় দিনমজুর। কৃষ্ণর তিন বোন ও দুই ভাই রয়েছে। ঘরে অভাব নিত্যসঙ্গী। তাই ভাই-বোনের মধ্যে বড় হওয়ার সুবাদে এখন থেকেই সংসারের কাজে হাত লাগাতে হয় কৃষ্ণকে। পড়ার ফাঁকে গরু, মোষ চড়ানোর দায়িত্ব বর্তায় তার উপর। এদিন মোষ চরাতে গিয়েই ঘটে গেল অঘটন।
সায়ন্তিকাদেবী জানান, কৃষ্ণ বাড়ির অদূরেই মাঠে মোষ চরাতে গিয়েছিল। সেখানে তার তেষ্টা পায়। তেষ্টায় ক্লান্ত কৃষ্ণ ওই মাঠে একটি গোয়াল ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসে পড়ে। তখনই খুঁটিটি নড়ে গিয়ে সেটিতে ঝোলানো একটি ব্যাগ তার গায়ের উপর পড়ে। তারপরই ঘটে জোরাল বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হয়েছে নাবালকটি। বিস্ফোরণের শব্দ শুনে কৃষ্ণর পরিবারের লোকজন মাঠে ছুটে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই কৃষ্ণকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে ভর্তি করে। কৃষ্ণর হাত-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি কৃষ্ণ।
কৃষ্ণর পরিবারের অভিযোগ, ওই ব্যাগের ভিতর বোমা ছিল। তার জেরেই বিস্ফোরণ ঘটেছে। তবে মাঠের পাশে গোয়াল ঘরের ভিতর ব্যাগ-ভর্তি বোমা কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেউ বোমা মজুত করেছিল বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।