তদন্তের মাঝেই ফের বিস্ফোরণ সুজাপুরের প্লাস্টিক কারখানায়!

Nov 22, 2020 | 7:53 AM

TV9 বাংলা ডিজিটাল: বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা এখনও জারি। বোমা-তত্ত্ব নিয়েও চলছে শাসক-বিরোধী তরজা। এরইমধ্যে ফের বিস্ফোরণ (Blast) মালদার (Malda) সুজাপুরের (Sujapur) সেই প্লাস্টিক কারখানায় (Plastic Factoy)। শনিবার সকালে ফের ওই কারখানাতেই আরও একটি বিস্ফোরণ হয়। তবে এদিন হতাহতের কোনও খবর নেই। বৃহস্পতিবারের বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত কমবেশি ১৫ জন। শনিবার […]

তদন্তের মাঝেই ফের বিস্ফোরণ সুজাপুরের প্লাস্টিক কারখানায়!
তদন্তের মাঝেই ফের বিস্ফোরণ সুজাপুরের প্লাস্টিক কারখানায়!

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা এখনও জারি। বোমা-তত্ত্ব নিয়েও চলছে শাসক-বিরোধী তরজা। এরইমধ্যে ফের বিস্ফোরণ (Blast) মালদার (Malda) সুজাপুরের (Sujapur) সেই প্লাস্টিক কারখানায় (Plastic Factoy)। শনিবার সকালে ফের ওই কারখানাতেই আরও একটি বিস্ফোরণ হয়। তবে এদিন হতাহতের কোনও খবর নেই। বৃহস্পতিবারের বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহত কমবেশি ১৫ জন।

শনিবার সকালেই ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। সূত্রের খবর, ফরেন্সিক টিমের সদস্যরা যখন ভাঙাচোরা মেশিন থেকে নমুনা সংগ্রহ করছিলেন, তখনই ফের বিস্ফোরণ হয়। এক আধিকারিক জানিয়েছেন, “মেশিনের কারণেই বিস্ফোরণ হয়েছে কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। মটোরের ভাঙা অংশও ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে। পরীক্ষা করা দেখা হচ্ছে যন্ত্রাংশ।”

আরও পড়ুন: সম্পত্তির সব হিসাব স্ত্রীর কাছেই! এবার দায় ঝেড়ে দাবি গরু পাচারকাণ্ডে ধৃত বিএসএফ কমান্ডান্টের

এদিকে, বিজেপি এই ঘটনায় বোমা তত্ত্ব সামনে এনেছে। গেরুয়া নেতৃত্বের অভিযোগ, ওই প্লাস্টিক কারখানায় আসলে বোমা বাঁধা চলছিল। সেসব থেকেই বিস্ফোরণ ঘটেছে। একই সুরে কথা বলেছেন রাজ্যপালও। পশ্চিমবঙ্গ পুলিসের ভূমিকা ও আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মমতা প্রশাসনকে বিঁধে টুইটও করেছেন রাজভবনের বাসিন্দা। এই দাবি নস্যাৎ করে জেলা কংগ্রেসের (Congress) পাল্টা বক্তব্য, কেন্দ্রের তরফে কোনও ক্ষতিপূরণ তো দেওয়া হলই না, উল্টে বোমার তত্ত্ব সাজিয়ে সুজাপুরকে বদনামের চেষ্টা করছে বিজেপি।

Next Article