Malda: ভাবুন কতটা ভয়ঙ্কর! বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

Child died in Malda: এর আগে একই দিনে দু'জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। একজন ২১ বছরের রোজ শেখ। মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন রোজ। প্যারা মেডিক্যালের ছাত্র ছিলেন। অন্যজন পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা গ্রামের ১২ বছরের হেমাঙ্গিনী মণ্ডল। পশ্চিম নারায়ণপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বন্যার জলে সেও তলিয়ে যায়।

Malda: ভাবুন কতটা ভয়ঙ্কর! বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর
বিছানা থেকে জলে পড়ে মৃত্যু হল একরত্তিরImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Sep 19, 2025 | 1:22 PM

মালদহ: বাড়ির মধ্যে বন্যার জল। সেই জলের মধ্যে বাড়িতে বাস করতে হচ্ছে। তার জেরেই মর্মান্তিক ঘটনা মালদহের হীরানন্দপুরে। বিছানা থেকে জলে পড়ে মৃত্যু হল দুধের শিশুর। মৃতের নাম সুমন মণ্ডল। বাঁধভাঙা বন্যায় গত দু’দিনে এই নিয়ে তিনজনের মৃত্যু হল ভূতনিতে। এর আগে উত্তর চণ্ডীপুর এবং পশ্চিম নারায়ণপুরের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও একজন প্যারা মেডিক্যালের ছাত্রের মৃত্যু হয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পশ্চিম রতনপুরে বালির বাঁধ ভেঙে ভূতনির তিনটি অঞ্চল প্লাবিত হয়েছে। জলবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। এমনকি জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। মালদহের মানিকচক ব্লকের ভূতনি হীরানন্দপুর গ্রামপঞ্চায়েতের উত্তর নন্দীটোলা এলাকার বাসিন্দা বিবেক মণ্ডলের ঘরেও জল ঢুকেছে। কোথাও যাওয়ার উপায় না পেয়ে বন্যার জল ভর্তি ঘরেই বসবাস করতে হচ্ছে।

গতকাল জলের উপরেই চৌকি পেতে বিছানা করে বছর দেড়েকের সন্তান সুমন মণ্ডলকে নিয়ে ঘুমিয়েছিলেন মা সীমা মণ্ডল। সকালবেলা মা উঠে গেলেও শিশু ঘুমিয়ে ছিল। হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যে জমা জলে শিশু হাবুডুবু খেতে থাকে। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যেতে যেতে প্রাণ হারায় সুমন। কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।

এর আগে একই দিনে দু’জনের মৃত্যু হয়েছে জলে ডুবে। একজন ২১ বছরের রোজ শেখ। মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন রোজ। প্যারা মেডিক্যালের ছাত্র ছিলেন। অন্যজন পশ্চিম নারায়ণপুরের মহেন্দ্রটোলা গ্রামের ১২ বছরের হেমাঙ্গিনী মণ্ডল। পশ্চিম নারায়ণপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। বন্যার জলে স্না করতে নেমে সেও তলিয়ে যায়।

প্রসঙ্গত, মাস দেড়েক আগেই উত্তর ২৪ পরগনার বিরাটিতে বিছানা থেকে জলে পড়ে মারা যায় মাস পাঁচেকের এক শিশুকন্যা। এক নাগাড়ে বৃষ্টিতে ঘরে জল ঢুকে গিয়েছিল। সেই অবস্থাতেই ঘরে বাস করতে হচ্ছিল পরিবারকে। বিছানা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি ঘরে জমে থাকা জলে পড়ে যায়।