Malda News: হইহই করে স্নানে নেমেছিল বন্যার জলে, মর্মান্তিক মৃত্যু ক্লাস সিক্সের হেমাঙ্গিনীর
জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম হেমাঙ্গিনী মণ্ডল। স্থানীয় পশ্চিম নারায়ণপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত সে। এলাকাবাসীর বক্তব্য, বুধবার আনুমানিক এগারোটা নাগাদ বন্যার জলে স্নান করতে যায় সে। সেখানেই জলে তলিয়ে যায় বলে খবর।

মালদহ: বন্যার জলে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় মালদার ভুতনি থানার অন্তর্গত পশ্চিম নারায়নপুর মহেন্দ্র টোলা এলাকায়। কিশোরীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। তবে, এই ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার এ ভাবে বন্যার জলে স্নানে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছিল প্রচুর মানুষের। কিন্তু তারপরও যে সচেতনতার অভাব কোথাও থেকে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম হেমাঙ্গিনী মণ্ডল। স্থানীয় পশ্চিম নারায়ণপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত সে। এলাকাবাসীর বক্তব্য, বুধবার আনুমানিক এগারোটা নাগাদ বন্যার জলে স্নান করতে যায় সে। সেখানেই জলে তলিয়ে যায় বলে খবর। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়েন। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চলে ওই কিশোরীকে উদ্ধার করার জন্য।
তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দা বলেন, “চারজন মিলে স্নানে যায়। কারও খেয়াল ছিল না। মেয়েটা ডুবে যায়। পরে নজর যেতেই উদ্ধারের চেষ্টা করে। তবে মেয়েটাকে বাঁচানো যায়নি।”
