Kali Puja 2021: দীর্ঘদিন ধরে এই গ্রামে কালীর পুজো করছেন একজন মুসলিম মহিলা পুরোহিত!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2021 | 9:01 AM

Malda Kali Puja: কথিত আছে,হঠাৎ শেফালী দেবীর শরীরে মা কালী নাকি ভর করেন।

Kali Puja 2021: দীর্ঘদিন ধরে এই গ্রামে কালীর পুজো করছেন একজন মুসলিম মহিলা পুরোহিত!
মালদায় কালী পুজো (নিজস্ব ছবি)

Follow Us

মালদা: রাত পোহালেই কালীপুজো (Kalipuja)। তবে পুরোহিত একজন মহিলা। শুধু মহিলা বললে ভুল হবে পুরোহিত একজন মুসলিম মহিলা। তাঁর হাতেই দীর্ঘদিন ধরে পুজিত হন মা কালী।

মালদার হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যেমকেন্দুয়া গ্রামের রেল লাইন ঘেঁষা এই গ্রামে কালীর স্থান। পুরোহিত ওই মহিলার নাম শেফালী বেওয়া। তিনি জানান, বছর ৪৫ আগে তার অসুখ হয়েছিল। কোনও চিকিৎসক তাঁর রোগ ধরতে পারেননি। সেই সময় শেফালী বেওয়াকে স্বপ্নাদেশ দেন মা কালী। তাঁর পুজো করলে অসুখ সেরে যাবে। এরপর তিনি এই কথা গ্রামবাসীকে জানান। প্রথমে গ্রামবাসীরাও বিশ্বাস করতে পারেনি। একজন মুসলিম সম্প্রদায়ের মহিলা, কালী পুজো করবে তা কি কখনো হয়? এই কথা ছড়িয়ে পড়তেই সমালোচনা শুরু হয়ে যায় গোটা গ্রামজুড়ে। বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়।

শেফালী বেওয়া

কথিত আছে,হঠাৎ শেফালী দেবীর শরীরে মা কালী নাকি ভর করেন। এমন কিছু অলৌকিক ক্রিয়াকলাপ তিনি করেন,গ্রামবাসীদের অনেকের অসুখ সারিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন যা গ্রামের দুই সম্প্রদায়ের মানুষকেই অন্য ভাবে ভাবতে শেখায়। এরপরেই শুরু হয় পুজো। গ্রামবাসীরাও উদ্যোগ নেয়।

আজও গ্রামে যদি কারও অসুখ করে বা কোনও অসুবিধা হয় তখন এই শেফালী দেবীর কাছেই ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁদের বিশ্বাস, শেফালী দেবীর শরীরে মা কালী ভর করেন তাই তাঁকে অসুবিধের কথা জানালে সব অসুখ বিসুখ দূর হয়ে যায়।

ওই গ্রাম ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মায়ের কাছে ছুটে আসেন অনেক ভক্তরা। ইতিমধ্যেই শুরু হয়েছে মা কালীর মূর্তি তৈরি কাজ। এই কালীর পুজো রেল লাইনের ধারে ছোট একটা জায়গায় হয়ে আসছে। শেফালী নাম থেকে এখন সেই কালীর নাম হয়ে গিয়েছে শেফালী কালী পুজো । এক পক্ষকাল ধরেই মা কালীর অধিষ্ঠান থাকে। কাছের পুকুরে ১৫ দিন পরে বিসর্জন করা হয় সেই প্রতিমা।

আরও পড়ুন: Weather Update: শিরশিরে ভাব সঙ্গে মেঘলা আকাশ! কালীপুজোতেও কি বৃষ্টির পূর্বাভাস?

আরও পড়ুন: Provident Fund: দীপাবলির আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বড় খবর!

Next Article