Attempt to Murder: অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন, রাস্তা আটকে লাঠি হাতে দাঁড়িয়ে পড়ল ওরা, ফের সন্ত্রাস বৈষ্ণবনগরে!

Attempt to Murder: আহত ব্যক্তির পরিবারের তরফে জানানো হয়েছে, এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময়ে তৃণমূল নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তার পথ আটকায় ও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

Attempt to Murder: অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন, রাস্তা আটকে লাঠি হাতে দাঁড়িয়ে পড়ল ওরা, ফের সন্ত্রাস বৈষ্ণবনগরে!
মালদহে খুনের চেষ্টাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2024 | 2:35 PM

মালদহ: ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত মালদহে। মানিকচকের পর এবার বৈষ্ণবনগর। মালদহের বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

আহত কংগ্রেস কর্মীর নাম অরুণ মণ্ডল। অভিযোগ, রাতের অন্ধকারে গ্রামের মধ্যে দলবল নিয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। তাদের হাতে ছিল লাঠি ও রড। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহতর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে।

আহত ব্যক্তির পরিবারের তরফে জানানো হয়েছে, এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময়ে তৃণমূল নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তার পথ আটকায় ও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে ওই তরুণ ঘোষের বিরুদ্ধে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় কংগ্রেস নেতাদের অভিযোগ, লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা বলে পাল্টা দাবি তৃণমূলের।