মালদহ: মালদহের শুকদেবপুর সীমান্তে উত্তেজনা। বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা। শুকদেবপুরের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকদের তাড়া করেন। তখন ওপার থেকে পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ। তাড়া খেয়ে পালায় বাংলাদেশি নাগরকিরা।
গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা হয়েছে। এর আগেও ভারতীয় সীমান্তের বাসিন্দাদের তাড়া খেয়ে পালিয়েছিল বাংলাদেশি নাগরিকরা। শনিবারও শুকদেবপুরে ঢোকার চেষ্টা করে ওপারের বাসিন্দারা।
শুকদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাঁটাতার নেই। বিএসএফ যখনই কাঁটাতার লাগানোর চেষ্টা করেছে, তখনই বিজিবি বাধা দিয়েছে। মাটি খুঁড়ে সুড়ঙ্গও বানাতে দেখা গিয়েছে ওপার থেকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাংলাদেশি নাগরিকরা এপারে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে।
সীমান্তের ওপার থেকে এসে গতকাল রাত থেকে তাণ্ডব চালানো হয় এপারে। তারপরই বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। তাতেই উত্তেজনা ছড়ায়। বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তাড়া খেয়ে পালায় ওপারের বাসিন্দারা। এর আগে সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে বারবার বাধা দিয়েছে বিজিবি। কেন তারা বাধা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একাধিকবার সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন।