TMC Worker Death: ভুট্টা খেত থেকে মিলল তৃণমূল কর্মীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 01, 2022 | 7:14 PM

Dead Body Found: পুলিশ তাঁর পরিবার সূত্রে জানতে পেরেছে, বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ছিলেন।

TMC Worker Death: ভুট্টা খেত থেকে মিলল তৃণমূল কর্মীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
ছবি: নিজস্ব চিত্র

Follow Us

মালদা: বিগত কয়েকদিন ধরে রাজ্যে রাজনৈতিক হানাহানির খবর পাওয়া যাচ্ছে। পানিহাটি ও ঝালদার কাউন্সিলর খুন দিয়ে এই রাজনৈতিক হত্যালীলার সূত্রপাত হয়েছিল, তারপর তালিকায় বেশ কিছু ঘটনার নাম জুড়েছে। তালিকায় নবতম সংযোজন মালদা। মালদার (Maldah) ভুট্টা খেত থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ (TMC worker Death) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৈষ্ণবনগর থানার অন্তর্গত ভগবানপুরের এলাহিটোলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নাসিম শেখ। জানা গিয়েছে ওই ব্যক্তির বয়স ৩৮ বছর। পুলিশ জানিয়েছে, ভুট্টা খেত থেকে উদ্ধার হওয়া নাসিম শেখ (Nasim Sheikh) কালিয়াচক থানা এলাকার নীচু টোলা করিমনগরে।

পুলিশ তাঁর পরিবার সূত্রে জানতে পেরেছে, বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে ছিলেন। জলদি তাঁর বাড়িতে ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরেননি। অনেক রাতে হয়ে যাওয়ার পরও নাসিম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করতে শুরু করেন। শেষে গভীর রাতে নাসিমের পরিবারের সদস্যরা কালিয়াচক থানার দ্বারস্থ হয়েছিলেন। আজ ভোরে এলাহি টোলা গ্রামের বাসিন্দারা যখন খেতে কাজ করতে গিয়েছিলস তখন তারা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে বৈষ্ণবনগর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

তৃণমূল কর্মীর দেহ উদ্ধার নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে। মালদা জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় শাসক দলের গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুলেছেন। তাঁর মতে শাসক দলের গোষ্ঠী কোন্দলের কারণেই ওই তৃণমূল কর্মীকে অপহরণ করে হত্যা করা হয়েছে। বিজেপির তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। তিনি জানিয়েছেন, বিজেপি কী বলল সেই নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। বাড়ির লোকই জানিয়েছেন তিনি ব্যক্তিগত কারণে বাড়ি থেকে বাইরে বের হয়েছিলেন। বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে।

আরও পড়ুন Malda By Tortured Viral Video: পা বেঁধে মাথা নীচের দিকে ঝুলিয়ে বেধড়ক মার, এটা নাকি নিছক ‘মজা’! ভয়াবহ সেই ভিডিয়ো ভাইরাল

Next Article