BSF: সীমান্তে ‘অ্যাকশন’ মোডে BSF, ঘিরতে শুরু করল বাংলাদেশিদের…
BSF: জানা যাচ্ছে, বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা লক্ষ্য করেন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কয়েকজন লোক ঘোরাঘুরি করছে। কাছে যেতেই দেখেন কয়েকজন ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশের চেষ্টা করছে।

মালদহ: গ্রামবাসীরা আগেই বিএসএফ (BSF)-কে খবর দিয়েছিল ‘ওরা’ মাঝে মধ্যেই ঢুকে পড়ে গ্রামে। সেই মতোই তক্কে-তক্কে ছিলেন বিএসএফ আধিকারিকরা। এরপরই হাতেনাতে ধরা পড়ল ‘ওরা’। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের ৮৮তম ব্যাটালিয়ানের জওয়ানরা সীমান্ত থেকে পাকড়াও করে বাংলাদেশি গরু-পাচারকারীদের।
জানা যাচ্ছে, বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের বর্ডার আউটপোস্ট ইটাঘাটি ক্যাম্পের ডিউটিতে থাকা জওয়ানরা লক্ষ্য করেন কুয়াশার মধ্যে সন্দেহভাজন কয়েকজন লোক ঘোরাঘুরি করছে। কাছে যেতেই দেখেন কয়েকজন ব্যক্তি অন্ধকার আর কুয়াশার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে ভারত প্রবেশের চেষ্টা করছে। বিএসএফের জওয়ান তাৎক্ষণাত তাঁদের সতর্ক করেন। তবুও যেন কথা কানে যাচ্ছিল না ওদের। এরপর বিএসএফ জওয়ানরা পাচারকারীদের ঘিরে ফেলতে শুরু করেন। এরপর তারা ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে শুরু করে।
এরপর গ্রামের লোকজন বিএসএফ-কে সহায়তা করার জন্য এগিয়ে আসেন। খুঁজে-খুঁজে বের করে পাচারকারীদের। গ্রেফতার হয় চারজন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতেই তারা স্বীকার করেছে সকলেই বাংলাদেশের নাগরিক। বেআইনি পশু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। ভারত থেকে বাংলাদেশে দুটি প্রাণি পাচারের জন্য তাদের ৪০,০০০ টাকা দেওয়া হত। বিএসএফের তরফে ওই চার পাচারকারীকে হবিবপুর থানা হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ও বিএসএফের তরফে শুরু হয়েছে তদন্ত।গ্রামবাসীরা বিএসএফ-কে জানিয়েছেন, মাঝে মধ্যেই বাংলাদেশি গরু পাচারকারীরা ঢুকে পড়েন এ দেশে। লুকিয়ে থাকে।





