করোনা কাড়ল আরও এক ভোট প্রার্থী! এবার সংক্রমণের বলি বৈষ্ণবনগরে নির্দলের মুখ
এর আগে রবিবার সকালেই করোনা প্রাণ কাড়ে খড়দহের তৃণমূল (Trinamool Congress) প্রার্থী কাজল সিনহার।
মালদহ: করোনা (COVID-19) সংক্রমিত হয়ে আরও এক ভোট প্রার্থীর মৃত্যু বাংলায়। এবার করোনা প্রাণ কাড়ল মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষের। সোমবারই করোনার সঙ্গে লড়াইয়ে হার মানতে বাধ্য হন তিনি।
সমীর ঘোষ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মূলত বাংলাদেশের সঙ্গে তাঁর নিয়মিত ব্যবসা। সে অর্থে রাজনীতির সঙ্গে কোনওদিনই সরাসরি যুক্ত ছিলেন না তিনি। তবে এবার বিধানসভা ভোটের আগে এলাকায় গুঞ্জন শোনা যাচ্ছিল, বৈষ্ণবঘাটায় বিজেপির মুখ হতে চলেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। এ কেন্দ্রে অন্যজনকে প্রার্থী করে গেরুয়া শিবির।
এরপরই নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়াই করার সিদ্ধান্ত জানান সমীর। কিছুদিনআগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করোনা রিপোর্টও পজিটিভ আসে। অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। এরইমধ্যে সোমবার রাতে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হয়। সেখানে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় সমীর ঘোষের।
এর আগে রবিবার সকালেই করোনা প্রাণ কাড়ে খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। গত ২২ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় কাজলকে। প্রথম থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ছিল। এদিন সকালে মৃত্যু হয় তাঁর। এর আগে করোনা সংক্রমণ প্রাণ কেড়েছে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই সংযুক্ত মোর্চার প্রার্থীর।