BSF: সীমান্তে গরু পাচারের চেষ্টা রুখতেই জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ল পাচারকারীরা, উপযুক্ত জবাব দিল বিএসএফ

BSF: গত কয়েকমাস ধরে উত্তপ্ত পদ্মাপারের দেশ। এই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা করেছে পাচারকারীরা। কিন্তু, তৎপর রয়েছে বিএসএফ। অনুপ্রবেশ আটকাতে সর্বদা সজাগ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

BSF: সীমান্তে গরু পাচারের চেষ্টা রুখতেই জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ল পাচারকারীরা, উপযুক্ত জবাব দিল বিএসএফ
গরু পাচারের চেষ্টা রুখে দিলেন বিএসএফ জওয়ানরাImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 25, 2025 | 7:50 PM

মালদহ: রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের চেষ্টা। সেই চেষ্টা রুখে দিলেন বিএসএফ জওয়ানরা। আর তখনই জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে পাচারকারীরা। উপযুক্ত জবাব দিলেন জওয়ানরা। ভয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পালাল পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর সীমান্তে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা লক্ষ্য করেন বিওপি হরিশ্চন্দ্রপুর অন্তর্গত এলাকা দিয়ে রাতের অন্ধকারে গরু পাচারকারীরা বেশ কয়েকটি গরু সীমান্ত দিয়ে এপার ওপার করার চেষ্টা করছে। জওয়ানরা রুখে দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেন জওয়ানরা। আত্মরক্ষায় ২ রাউন্ড গুলি চালান। তখনই প্রাণ বাঁচাতে গরু রেখেই বাংলাদেশ ভূখণ্ডের দিকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গরুগুলি উদ্ধার করেছে বিএসএফ।

বেশ কয়েকমাস আগে থেকেই বাংলাদেশ সীমান্ত থেকে ভারতে ঢোকার চেষ্টা বেড়েছে। গত বছরের অগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা সেদেশ ছাড়েন। মহম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠন হয়। তার পর থেকেই উত্তপ্ত পদ্মাপারের দেশ। এই পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা করেছে পাচারকারীরা। কিন্তু, তৎপর রয়েছে বিএসএফ। অনুপ্রবেশ আটকাতে সর্বদা সজাগ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সর্বদা সজাগ জওয়ানরাই গরু পাচারের চেষ্টা রুখলেন হরিশ্চন্দ্রপুর সীমান্তে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, শুধু মালদহ নয়, নদিয়া জেলার সীমান্তেও জওয়ানরা পাচারের সময় একাধিক গরু উদ্ধার করেন। এমনকি, ৮৫১ বোতল নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। জওয়ানদের কঠোর নজরদারির জেরেই সীমান্তে পাচার রোখা সম্ভব হচ্ছে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে।