Malda Chaos: দু’পক্ষের মধ্যে লাগাতার জমি বিবাদ, মালদায় আহত ১১

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 24, 2022 | 4:29 PM

Malda: মালদার গাজোর থানার দক্ষিণ রাজা রামচক গ্রামের ঘটনা। সেখানেই জমি বিবাদের জেরে সংঘর্ষ হয়। আহত হয় দুই পরিবারের এগারো জন।

Malda Chaos: দুপক্ষের মধ্যে লাগাতার জমি বিবাদ, মালদায় আহত ১১
জমি বিবাদের জেরে উত্তজনা (নিজস্ব ছবি)

Follow Us

মালদা: জমি বিবাদের জেরে লাগাতার সংঘর্ষ। আহত দুই পরিবারের এগারো জন। জখমদের প্রত্যেককে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সকলে গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

মালদার গাজোর থানার দক্ষিণ রাজা রামচক গ্রামের ঘটনা। সেখানেই জমি বিবাদের জেরে সংঘর্ষ হয়। আহত হয় দুই পরিবারের এগারো জন। জানা গিয়েছে, প্রায় সাত কাঠা জমি নিয়ে আবদুল খালেক এবং প্রতিবেশী আবদুল বারীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। উভয়পক্ষই জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে।

এরপর বুধবার দু’পক্ষের মধ্যে বিবাদ ওঠে চরমে। তখনই লাঠি-হাঁসুয়া নিয়ে উভয়পক্ষ একে অপরের উপর হামলা চালায়। এই ঘটনায় ১১ জন আহত হয়েছে উভয়পক্ষের। তারপর দু’পক্ষই গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই বিষয়ে এক পক্ষ বলেন, ‘সকালবেলা বাড়িতে কাজ করছিলাম। সেই সময় আচমকা হামলা চালায় ওরা আমার উপর। আমাদের জমিতে আমার কেন বেড়া দিয়েছি সেই কারণে ওরা লাঠি-হাসুয়া দিয়ে হামলা চালায়। ওরা মাঝেমধ্যেই এই ভাবে আমাদের উপর হামলা চালাত।’

বস্তুত, জমি বিবাদের ঘটনা এই প্রথম নয়। জমি বিবাদ রুখতে গিয়ে আক্রান্ত হয় খোদ পুলিশ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায় মারধরের জেরে আহত হন দুই পুলিশ কর্মী। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়ে। পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হয় ১১ জন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা ছিলেন বলে খবর। ইতিমধ্যে তাঁদের পেশ করা হয় আদালতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ ইসমাইল ও আবু কালাম মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিবাদ চলছিল। এরপর মহম্মদ ইসমাইলকে আটক করে রাখে আবু কালামের পরিবারের সদস্যরা বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ।

 

Next Article