Malda: পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, গ্রেফাতর ঝাড়খণ্ডের দুই বাসিন্দা

Malda: কী কারণে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশকর্মীরা।

Malda: পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়, গ্রেফাতর ঝাড়খণ্ডের দুই বাসিন্দা
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 8:59 PM

মালদা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে। আর তার আগে এদিন মালদায় (Malda) ফের অস্ত্র উদ্ধার। ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে তিনটি পাইপগান। সেই সঙ্গে বেশ কিছু কার্তুজও উদ্ধার করেছে পুলিশ। মানিকচক থানার পুলিশের তরফে এদিন এক বিশেষ অভিযান চালানো হয়েছিল। পুলিশের একটি বিশেষ দল রামুটোলা এলাকার দুই নম্বর ব্রিজের কাছে একটি অভিযান চালায়। তাতেই এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ফিটু শেখ ও রোহন শেখ। এই দুইজনই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানতে পুলিশ সূত্রে খবর। কী কারণে ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন পুলিশকর্মীরা।

জানা গিয়েছে, রামু টোলা এলাকার দুই নম্বর ব্রিজের কাছে অভিযান চালানোর সময় এই দুই ব্যক্তির চলাফেরা দেখা সন্দেহ হয় পুলিশের। তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাতে সন্তুোষজনক উত্তর না আসায় তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই ওই আগ্নেয়াস্ত্রগুলি বেরিয়ে আসে। ধৃতরা দু’জনই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার রাজমহলের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ইতিমধ্যেই মানিকচকের কালীন্দ্রীর বাসিন্দা বাসির শেখ নামে এক ব্যক্তির কথা জানতে পেরেছে বলে সূত্রের খবর। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, “বোমা, গুলি, বন্দুকের রাজনীতি তৃণমূল করে না। যারা করছে, তারা অপরাধী। পুলিশ প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পঞ্চায়েত নির্বাচনে এর কোনও প্রভাব নেই। শান্তিপূর্ণভাবেই ভোট হবে। সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গেই আছে।” অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মূর্মূ বলেন, “গোটা রাজ্য জুড়েই তৃণমূলের সুবাদে সন্ত্রাসের রাজনীতি চলছে। এর আগেও পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছিল, তা মানুষের মনে আজও দগদগে হয়ে রয়েছে। এবারেও সেই সন্ত্রাস করার চেষ্টাই চলছে। অস্ত্র পাচার, মজুত এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।”