CID in Malda: আরও এক নতুন ঘটনা, মালদায় তদন্তে এলেন সিআইডি আধিকারিকরা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 11, 2022 | 8:26 AM

Malda: পুরাতন মালদার ঘটনা। সেখানে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী আদর্শপল্লী এলাকার মৃত ওই বৃদ্ধের বাড়িতে তদন্তে যান সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কর্তারা।

CID in Malda: আরও এক নতুন ঘটনা, মালদায় তদন্তে এলেন সিআইডি আধিকারিকরা
তদন্তে সিআইডির দল (নিজস্ব চিত্র)

Follow Us

মালদা: মালদার একটি খুনের ঘটনার তদন্তে সিআইডি (CID) দল। এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগের পাশাপাশি নগদ টাকা ও গহনা লুঠের ঘটনার তদন্তে নামল গোয়েন্দা সংস্থা।

পুরাতন মালদার ঘটনা। সেখানে পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ী আদর্শপল্লী এলাকার মৃত ওই বৃদ্ধের বাড়িতে তদন্তে যান সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কর্তারা। তাদের সঙ্গে ছিলেন পুরাতন মালদা থানার আইসি (IC) হীরক বিশ্বাস সহ অন্যান্য অধিকারিকরা। মৃতের বাড়ির সমস্ত আনাচে-কানাচে খতিয়ে দেখেন সিআইডি ফিঙ্গার প্রিন্ট কর্তারা। ইতিমধ্যে বাড়ি থেকে বাজেয়াপ্ত তদন্তকারী অফিসাররা।উদ্ধার হওয়া সেই অস্ত্র গুলি কী কাজে ব্যবহার হত সেটিও তদন্ত করে দেখছেন তাঁরা।

কী ঘটেছে?

মৃত বৃদ্ধের নাম গুনমনি শীল (৭০)। গত ৮ সেপ্টেম্বর রাতে বাড়িতে একা থাকাকালীন নৃশংসভাবে খুন হন ওই বৃদ্ধ। লুঠ করা হয় বাড়িতে মজুত রাখা নগদ কয়েক হাজার টাকা এবং কয়েক ভরি সোনার অলংকার।এই ঘটনার পিছনে এলাকার বেশ কিছু মাদক কারবারিরা যুক্ত রয়েছে বলে প্রাথমিক তদন্তে দাবি করে জানিয়েছিলেন মৃতের ছেলে পার্থসারথী শীল। তবে মৃত বৃদ্ধের পরিচিত কেউ যুক্ত থাকতে পারে বলেই অনুমান পুলিশের এবং সিআইডি কর্তাদের। যদিও এখনই পুরো বিষয়টি পরিষ্কার করে জানাতে চায়নি তদন্তকারী সিআইডি এবং পুলিশকর্তারা।

এই ঘটনায় মৃতের ছেলে জানান, ‘আধিকারিকরা ফিঙ্গার প্রিন্টের স্যাম্পেল নিয়ে গিয়েছেন। আমি চাই আমার বাবার খুনের সঠিক তদন্ত হোক। দোষীদের শাস্তি হোক চাইছি। এখন অবধি কাউকে সন্দেহ হয়নি। আমি তদন্তে সব রকম সহযোগিতা করছি। যখনই আমায় অফিসাররা ডাকছেন তখনই আমি তদন্তের জন্য যাচ্ছি।’