SIR Controversy: TMC নেতার বাড়ি বসেই এনুমারেশন বিলি? জানাজানি হতেই BLO বললেন, ‘ফর্ম গোছাচ্ছিলাম’

Malda: BLO-র বিরুদ্ধে ইতিমধ্যেই বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি। যদিও, BLO র দাবি, ফ্রম গোছানো হচ্ছিল। বিলি করার কোনও প্রশ্ন নেই। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা প্রশান্ত পাল বলেন, "বিএলও সাহেব চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মণের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম বিলি করছেন। অথচ নির্বাচন কমিশন বলেছে, বিএলও-কে বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে।

SIR Controversy: TMC নেতার বাড়ি বসেই এনুমারেশন বিলি? জানাজানি হতেই BLO বললেন, ফর্ম গোছাচ্ছিলাম
তৃণমূল নেতার বাড়িতে কী করছেন BLO?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2025 | 11:46 AM

মালদহ: SIR শুরু হয়ে গিয়েছে বাংলায়। আজ তৃতীয় দিন। এরই মধ্যে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই ফর্ম বিলি করছেন বিএলও, বলে দাবি বিজেপির। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল মালদহের চাঁচলে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।

ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। সেখানকার কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তীর বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ। ভোটারদের বাড়ি-বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন তিনি বলে অভিযোগ। তারপরই এই ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

BLO-র বিরুদ্ধে ইতিমধ্যেই বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি। যদিও, BLO র দাবি, ফ্রম গোছানো হচ্ছিল। বিলি করার কোনও প্রশ্ন নেই। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা প্রশান্ত পাল বলেন, “বিএলও সাহেব চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মণের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম বিলি করছেন। অথচ নির্বাচন কমিশন বলেছে, বিএলও-কে বাড়িতে গিয়ে ফর্ম দিতে হবে। আর সেটা বিএলও নিয়ে যাবেন। আমরা নির্বাচন কমিশনকে সবটা জানাব।” যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই বিএলও অলোক চক্রবর্তী বলেন, “আমি ফর্ম গোছাচ্ছিলাম। প্রথম দিন তো একটু গোছাতে সমস্যা হচ্ছিল তাই।” মালদহ উত্তর বিজেপি সাংগঠনিক অভিষেক সিংঘানিয়া বলেন, “বিএলও-কে তাঁর বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কমিশনে লিখতভাবে অভিযোগ করব।” মালদহ জেলা পরিষদের সহকারি সভাপতি বলেন, “হয়ত বিজেপি জানে না যে বিএলও-কে সাহায্য করবে বিএলএ ২। পাশে থাকবে এবং যে কোনও অসুবিধায় সাহায্য করবে তাঁদের, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়।”