Awas Yojana: আবাস তালিকা থেকে বাদ পুরো গ্রাম! প্রতিবাদে জেলাশাসকের কাছে নালিশ

Awas Yojana: টানা কয়েকদিন ধরেই এই ব্লকের বিভিন্ন গ্রামে আবাস যোজনার তালিকায় দুর্নীতি নিয়ে বিক্ষোভ চলছে। এবার স্বয়ং বিডিওর বিরুদ্ধেই অভিযোগ দায়ের গ্রামবাসীদের।

Awas Yojana: আবাস তালিকা থেকে বাদ পুরো গ্রাম! প্রতিবাদে জেলাশাসকের কাছে নালিশ
আবাস তালিকা থেকে বাদ পুরো গ্রাম (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 2:33 PM

মালদা: আবাস যোজনা নিয়ে বিক্ষোভ বিতর্ক অব্যাহত। এবার বিডিওর বিরুদ্ধে অভিযোগ জেলাশাসকের কাছে। মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও বিজয় গিরির বিরুদ্ধে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন গ্রামবাসীরা। পাশাপাশি শুরু হয়েছে হরিশ্চন্দ্র পুর ২ ব্লকে বিক্ষোভ।

টানা কয়েকদিন ধরেই এই ব্লকের বিভিন্ন গ্রামে আবাস যোজনার তালিকায় দুর্নীতি নিয়ে বিক্ষোভ চলছে। এবার স্বয়ং বিডিওর বিরুদ্ধেই অভিযোগ দায়ের গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, প্রথমে পঞ্চায়েতে পরে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন তাঁরা। অভিযোগ ছিল আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য সহ বিত্তবান লোকেদের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। অভিযোগ পত্রের সঙ্গে সেই সব নামের তালিকা তাঁদের বাড়ির ছবি প্রমাণ স্বরুপ হিসেবে জমা দিতে যান। কিন্তু পঞ্চায়েত সেই অভিযোগ তো নেয়ইনি। পরে বিডিওর কাছে গেলে তিনি বিস্তারিত সব দেখে সেই অভিযোগ পত্র গ্রহণ করতে অস্বীকার করেন। এরপরই বিক্ষোভ শুরু হয়।

বাধ্য হয়ে বিডিওর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁরা জেলা শাসকের দফতরে অভিযোগ পত্র জমা দেন। পাশাপাশি গ্রামে বিক্ষোভ চলতে থাকে। এই নিয়ে মুখ খুলতে চান ব্লক বা জেলা প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ বিডিও মদতেই এই আবাস যোজনার দুর্নীতি হয়েছে। যদিও এই বিষয়ে বিডিও ও জেলা শাসক কারোর প্রতিক্রিয়া মেলেনি।

এই বিষয়ে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেন, “তৃণমূল কংগ্রেসের একটাই নীতি যেভাবে পাব, সেখাবে খাব। সর্বত্র জল। তালিকায় জল, চাকরিতে জল। সবকিছুতে জল। আসলে রাজনৈতিক দলের নিদির্ষ্ট যে সংজ্ঞা হয় তৃণমূল কংগ্রেসের তার মধ্যে যায় না। বিজেপি এই নিয়ে আন্দোলনে নেমেছে। আজকে বিজেপি করার অপরাধে অনেকে রেশন পাচ্ছেন না।” অপরদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বেআইনি সম্পদ, ভোট লুঠ করে দাপট দেখাচ্ছে তৃণমূল। বড়-বড় নেতাদের নাম আছে আবাস যোজনার তালিকায়, আর গরিব মানুষ বঞ্চিত।”