Khagen Murmu: প্রচারে গিয়ে যুবতীর গালে চুমু খগেনের, TMC-র ছবি পোস্টে দিলেন জবাবও

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 09, 2024 | 1:54 PM

Khagen Murmu: তৃণমূল এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে। যেখানে দেখা যায় বিজেপি প্রার্থী যুবতীকে চুমু দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার বলেন, "একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদ এক যুবতীকে চুমু খাচ্ছে। বাংলার সংস্কৃতিতে এটি একটি নিন্দনীয় ঘটনা।"

Khagen Murmu: প্রচারে গিয়ে যুবতীর গালে চুমু খগেনের, TMC-র ছবি পোস্টে দিলেন জবাবও
খগেন মুর্মু, মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: প্রচারে বেরিয়ে এক যুবতীকে চুমু খাওয়ার অভিযোগ উঠল মালদা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে। সেই ছবি পোস্ট করা হয়েছে তৃণমূলের এক্স হ্যান্ডেলে। তবে ছবির সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করতেই হইচই পড়ে গিয়েছে জেলায়। কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ খগেন। পাল্টা তৃণমূলের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। প্রতিক্রিয়া দিয়েছেন ওই যুবতীও।

তৃণমূল এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে। যেখানে দেখা যায় বিজেপি প্রার্থী যুবতীর গালে চুমু দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার বলেন, “একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদ এক যুবতীকে চুমু খাচ্ছে। বাংলার সংস্কৃতিতে এটি একটি নিন্দনীয় ঘটনা।”

তবে যুবতী জানান, “যারা এই সব করছে তাদের নোংরা মানসিকতা। বাড়িতেও তো মা-বোন রয়েছে। আর কেউ যদি আদর করে। মা বলে ডেকে গালে চুমু দেয় তাহলে তা ভাইরাল করারই বা কী দরকার আছে? আমার পাশে তো আমার মা-বাবা দাঁড়িয়েছিলেন। কই তাঁরা তো খারাপ কিছু দেখেননি।” অপরদিকে খগেন মুর্মু বলেছেন, “এটা কোনও বিষয় নয়। এগুলোই তৃণমূলের কালচার। সকলের বাড়িতেই মা বোন রয়েছে। বাচ্চাদের তো সবাই আদর করে। আমাদের কাছে মানুষ দেবতুল্য। মায়েদের যদি কেউ শ্রদ্ধা করে সেটা বিজেপি। এই সব নিয়ে ঘাটাঘাটির কিছু নেই।”

 

 

Next Article