Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Civil Disobedience Program: বিজেপি-র আইন অমান্যকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদা, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ

BJP: শুক্রবার সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলছে বিক্ষোভ অভিযান।সাংসদ খগেন মুর্মু সহ অন্যন্যরা।

BJP Civil Disobedience Program: বিজেপি-র আইন অমান্যকে কেন্দ্র করে রণক্ষেত্র মালদা, সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ
সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Updated on: Sep 09, 2022 | 2:36 PM

মালদা: বিজেপি আইন অমান্য কর্মসূচি ঘিরে তুলকালাম। যার জেরে বিক্ষোভ মালদায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের। সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলছে বিক্ষোভ অভিযান।

শুক্রবার সকালবেলা আইন অমান্য এই অভিযান শুরু হয়। মালদার অসুল মার্কেট এলাকা থেকে ‌‌‌র‌্যালি শুরু হয়। ধীরে-ধীরে সেটি এগোয় ফোয়াড়া মোড় পর্যন্ত। এরপর প্রশাসনিক ভবনের দিকে মিছিল এগোতেই তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় জেলা শাসকের অফিস। অভিযোগ বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বাধে। কয়েকজন কর্মী পুলিশি বাধা উপেক্ষা করেই ঢুকে যান ভবনে। তাঁদের পরে বের করে দেয় পুলিশ। এ দিনের মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন সুকান্ত মজুমদার ও সাংসদ খগেন মুর্মু সহ অন্যন্যরা।

‘আমাদের নবান্ন অভিযানের প্রচারের মিছিল চলছে। প্রশাসন দলদাসের মতো আচরণ করছে। পুলিশ যদি এই কাজ না করে গাজোলের ব্যবসায়ীকে আগেই ধরত তাহলে সিআইডি-কে আসতে হত না। আমাদের আইন অমান্য মূলত তাদের তৃণমূলের যে চোররা পার্টি অফিসে বসে থাকে তাদের গ্রেফতারির জন্যই আমাদের এই আইন অমান্য।’ এরপর অনুব্রতকে বীর সম্মানিত করার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুব্রতকে বীর সম্মানিত করছেন যেন মনে হচ্ছে উনি কোনও স্বাধীনতা সংগ্রামী।’

আজ জেলায়-জেলায় বিজপির আইন অমান্য কর্মসূচি পালিত হচ্ছে। উত্তর থেকে দক্ষিণ বিজেপি নেতা কর্মীদের নেতৃত্বে চলছে আইন অমান্য কর্মসূচি পালন। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে বিক্ষোভের খণ্ডচিত্র প্রকাশ্যে এসেছে।