Malda: এটা সরকারি হাসপাতাল! মোবাইলে টর্চ জ্বেলে সেলাই করছেন ডাক্তার, ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে ওই টর্চ জ্বেলেই!
Malda: অন্ধকারে প্রবল গরমের মধ্যে থাকতে হচ্ছে। হাতপাখা নিয়ে হাওয়া খাচ্ছেন রোগীরা। প্রবল গরমের মধ্যে কেউ কেউ হাসপাতালও ছেড়েছেন।

মালদহ: বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা সরকারি হাসপাতাল। চিকিৎসা পরিষেবা লাটে! মোবাইলের টর্চ জ্বেলে রোগী দেখছেন চিকিৎসকরা। এমনই পরিস্থিতি মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে। পরিস্থিতি দেখে উদ্বেগে স্বাস্থ্য দফতর। অক্সিজেন সহ সমস্ত জরুরি পরিষেবাই বন্ধ। চিকিৎসা বেহাল জরুরি বিভাগেও। হাসপাতাল ছেড়ে যচ্ছেন রোগীরা।
ঝড়-বৃষ্টিতে হাসপাতাল চত্বরে থাকা একটি মরা গাছ শিকড় সহ উপড়ে পড়ে যাওয়ায় বৈদ্যুতিক তারের উপর পড়ে গিয়েছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা চত্বর। হাসপাতালে উপর জরুরি বিভাগ সহ গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে গিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের প্রাণ ওষ্ঠাগত।
অন্ধকারে প্রবল গরমের মধ্যে থাকতে হচ্ছে। হাতপাখা নিয়ে হাওয়া খাচ্ছেন রোগীরা। প্রবল গরমের মধ্যে কেউ কেউ হাসপাতালও ছেড়েছেন। এমনকী হাসপাতালে ডাক্তাররা লাইট দিয়ে কোনওমতে রোগীদের দেখছেন। অনেকেরই শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে।
মেডিক্যাল অফিসার জানান, টর্চ জ্বেলেই প্রসূতিদের সেলাই করছেন তাঁরা। ইঞ্জেকশনও সেভাবেই দেওয়া হচ্ছে। বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন মেডিক্যাল অফিসার।
