Malda: সরকারি হাসপাতাল থেকে বেরিয়ে ছুটে পালাচ্ছেন রোগীরা, হাঁপাতে-হাঁপাতে একজন বললেন…
Malda: জানা গিয়েছে, শনিবার হঠাৎ রোগীর পরিজন সহ স্থানীয় হাসপাতালে ঘরের মধ্যেই দেখেন বিশাল আকৃতির সাপ দেখেন। কখনো বন্ধ থাকা এক্সরে বিভাগের বারান্দায় ঢুকে পড়ে, কখনো আবার বেরিয়ে জরুরি বিভাগে চলে যায়।

মালদহ: হাসপাতালের ভিতরে ছুটছেন সবাই। বাইরে বেরিয়ে আসছেন অনেকে। তুমুল হইহই। চারপাশ থেকে একটাই কথা ‘সাপ…সাপ’। সরকারি হাসপাতালের ভিতরে সাপ! শুক্রবার স্কুলের পর এবার বিশালাকার সাপের আতঙ্ক ছড়াল হাসপাতালে। তুমুল শোরগোল মালদার বুলবুলচণ্ডী বুলবুলচণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে।
জানা গিয়েছে, শনিবার হঠাৎ রোগীর পরিজন সহ স্থানীয় হাসপাতালে ঘরের মধ্যেই দেখেন বিশাল আকৃতির সাপ দেখেন। কখনো বন্ধ থাকা এক্সরে বিভাগের বারান্দায় ঢুকে পড়ে, কখনো আবার বেরিয়ে জরুরি বিভাগে চলে যায়। সাপ দেখে রোগীর পরিজন সহ হাসপাতাল চত্ত্বর এলাকায় থাকা সাধারণ মানুষ স্বাস্থ্য কর্মী সকলেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। পালালেন রোগীরা,পালালেন স্বাস্থ্য কর্মীরাও।
এ প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, “সাপ দেখা গিয়েছে….সাপ। সেই কারণে সকলে পালিয়ে যাচ্ছিলাম।” উল্লেখ্য, মালদহের ইংরেজবাজার পুরসভার রেন্টাল হাউসিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়ে গতকালই একটি সাপ ঢুকে পড়ে। সেই সাপের দাপটে স্কুলমুখী হতেই ভয় পায় পড়ুয়ারা। চিন্তায় পড়ে যান অভিভাবকরা। শুধু সাপের ভয়ই নয়, রক্ষণাবেক্ষণের অভাবে স্কুলের অবস্থাও বেহাল। দেওয়ালে দেওয়ালে ফাটল। ঘর অন্ধকার, স্যাঁতস্যাঁতে।





